নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের লাগাতার বিক্ষোভের মাঝেই দীর্ঘ ১৭ মাস পর এনটিপিসি পরীক্ষার দিন ঘোষণা করেছে রেল৷ পাশাপাশি, রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড বা আরআরবি, ২০১৯ সালের জানুয়ারি মাসের সিইএন আওতায় থাকা লেভেল-১ এবং আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল ক্যাটেগরির পরীক্ষাও ১৫ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রেল তরফে জানানো হয়েছে প্রথমে হবে আরআরবি এনটিপিসি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির পরীক্ষা। তারপর গ্রুপ ‘ডি’ পরীক্ষা নেওয়া হবে। দুটি পরীক্ষাই অনলাইনে সংগঠিত হবে।
এনটিপিসি পরীক্ষার জন্য গত মে মাসে নোডাল এজেন্সি বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে আরআরবি চেন্নাই। এবার সেই এজেন্সির জন্য টেন্ডার ডাকা হবে। তারপর টেন্ডার ডেকে গ্রুপ ‘ডি’ পরীক্ষা আয়োজনকারী এজেন্সি বাছা হবে। ক্লার্ক পরীক্ষাও এজেন্সি দিয়ে করানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আরআরবি এলাহাবাদের চেয়ারম্যান আরএ জমালি জানিয়েছেন, মহামারী পরিস্থিতিতে যাবতীয় স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল গত শনিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে রেল বোর্ডের অধিকর্তা জানিয়েছেন, ২০১৯ সালের এনটিপিসি, আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল এবং লেভেল-১ ক্যাটেগরিতে ১ লক্ষ ৪০ হাজার ৬৪০ টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে ২ কোটি ৪০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে। ইতিমধ্যেই সেই আবেদনের স্ক্রুটিনির কাজ হয়ে গিয়েছে। কিন্তু লকডাউনের ফলে পরীক্ষার কাজ থেমে যায়। বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যেও সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা বা নিট এবং সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা বা জেইই-মেন পরীক্ষার সাফল্যের দিকটি বিবেচনা করেই ৩ ক্যাটেগরির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল, এমনটাই জানান রেল বোর্ড অধিকর্তা ভি কে যাদব।
তিনি আরও জানান, এনটিপিসি, আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল এবং লেভেল-১ ক্যাটেগরির ১ লক্ষ ৪০ হাজার ৬৪০ টি শূন্যপদের জন্য সেই পরীক্ষা আয়োজিত হবে। এনটিপিসিতে শূন্যপদ সংখ্যা ৩৫ হাজার ২৭৭ টি। গ্রুপ ‘ডি’-তে ১.০৩ লক্ষ প্রার্থী নিয়োগ করা হবে। অন্যদিকে, আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়ালে ১,৬৬৫ টি শূন্যপদ রয়েছে। পাশাপাশি জানা গিয়েছে ইতিমধ্যেই ৩ টি ক্যাটেগরিতে মোট ২.৪২ কোটি আবেদন জমা পড়েছে।