৫৩৫টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে PNB, শুরু আবেদন প্রক্রিয়া

৫৩৫টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে PNB, শুরু আবেদন প্রক্রিয়া

ffcaff548aa9998af11bc59a1e1f42c0

 

নয়াদিল্লি: পিএনবি এসও রিক্রুটমেন্ট ২০২০ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক৷ ৫৩৪টি শূন্য পদে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করবে পিএনবি৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন জানাতে পারবেন৷ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ 

কেবলমাত্র অনলাইনেই পিএনবি এসও রিক্রুটমেন্ট ২০২০ পরীক্ষার জন্য আবেদন জানানো যাবে৷ প্রার্থীরা www.pnbindia.in. ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন৷ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০৷ 

শূন্যপদের বিস্তারিত বিবরণ- 
পদের নাম-

* ম্যানেজার (রিস্ক)- ১৬০টি শূন্যপদ
* ম্যানেজার (ক্রেডিট)- ২০০টি শূন্যপদ
* ম্যানেজার (ট্রেজারি)- ২০টি শূন্যপদ
* ম্যানেজার (আর্কিটেক্ট)- ২৫টি শূন্যপদ
* ম্যানেজার (সিভিল)- ২টি শূন্যপদ
* ম্যানেজার (ইকনমিক)- ১০টি শূন্যপদ
* ম্যানেজার (এইচআর)- ১০টি শূন্যপদ
* সিনিয়র ম্যানেজার (রিস্ক)- ৪০টি শূন্যপদ  
* সিনিয়র ম্যানেজার (ক্রেডিট)- ৫০টি শূন্যপদ 

পিএনবি এসও রিক্রুটমেন্ট ২০২০ পরীক্ষার জন্য কী ভাবে আবেদন করতে হবে-
৫৩৫টি স্পেশ্যালিস্ট অফিসার পদে আবেদনের জন্য-

* সবার আগে পিএনবি-র অফিসিয়াল ওয়াবসাইটে লগইন করতে হবে৷ 
* হোমপেজে গিয়ে ‘রিক্রুটমেন্টস’ ট্যাবে ক্লিক করতে হবে৷ 
* তারপর ‘নোটিফিকেশন ডেট (০৭-০৯-০২০)’-র ভিতরে ‘পিএনবি এসও রেজিস্ট্রেশন’-এ ক্লিক করতে হবে৷ 
* আবেদনের জন্য প্রার্থীদের বৈধ ই-মেল আইডি এবং ফোন নম্বর থাকা বাঞ্ছনীয়৷ 
* নির্ধারিত ফর্ম্যাটে আবেদনপত্রটি পূরণ করতে হবে৷ 
* ফর্ম পূরণের পর পিএনবি এসও পরীক্ষার ফি জমা দিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে৷ 
*সব শেষে সাবমিট করতে হবে৷ 

আবেদন ফি-

* এসসি/এসটি/পিডব্লিউবিডি বিভাগের প্রার্থীদের জন্য ১৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে৷ 
* বাকি প্রার্থীদের ফর্ম ফিলআপের জন্য ৮৫০ টাকা ফি দিতে হবে৷ 

নির্বাচন প্রক্রিয়া-

অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধম্য প্রার্থী নির্বাচন করা হবে৷ কেবলমাত্র যোগ্যতার মানদণ্ড পেরনো প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না৷ 

আরও পড়ুন- ৫,২২২ শূন্যপদে লোক নেবে ইন্ডিয়া পোস্ট, শুরু অনলাইন আবেদন

আরও পড়ুন- ৪০ হাজারে বাস, ১০ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে নিট পরীক্ষা প্রার্থীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *