সুখবর! ESI হাসপাতালে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, ঘোষণা শ্রম মন্ত্রকের

কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন লিমিটেড বা ইএসআই'য়ে আগামী ৩ মাসের মধ্যে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এমনটাই জানালো কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার।

 

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন লিমিটেড বা ইএসআই'য়ে আগামী ৩ মাসের মধ্যে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এমনটাই জানালো কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার।

শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার জানান, ইএসআই'য়ে নন-মেডিক্যাল স্টাফ পদে দীর্ঘ দিন ধরেই প্রায় ৯ হাজার শূন্যপদ খালি পরে আছে। পাশাপাশি এবছর অবসরের কারণে আরও বেশ কয়েকটি শূন্যপদ তৈরি হবে। তাই শ্রমমন্ত্রী জানিয়েছেন, দ্রুত সেই সমস্ত পদ পূরণ করা হবে। দেশে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে বর্তমানে চিকিৎসক সহ একাধিক স্বাস্থ্যকর্মীর দরকার হয়েছে। তাই ১০ হাজার শূন্যপদে নিয়োগ করার কথা ঘোষণা করা হল।

পাশাপাশি ইএসআই হাসপাতালে চিকিৎসক-সহ একাধিক মেডিক্যাল পদের শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে মন্ত্রক। পাশাপাশি মন্ত্রক তরফে আরও জানানো হয়েছে, অতিমারী পরিস্থিতির জন্যেই এই সমস্ত পদে নিয়োগের পরীক্ষা হবে অনলাইন মারফত। আগামী ৩ মাসের মধ্যেই এই ১০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরীক্ষা কিভাবে হবে, অর্থাৎ কোনও এজেন্সির মাধ্যমে নেওয়া হবে নাকি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে নিয়োগ করা হবে সে সম্পর্কিত সমস্ত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *