pran pratishta
অযোধ্যা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা৷ তার পরেই অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা৷ তবে ঠিক ৮৪ সেকেন্ড। তার মধ্যেই সম্পন্ন হবে রামের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’। বিশেষ ওই সময়ের নাম ‘অভিজিৎ মুহূর্ত’। ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য দুপুরে এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে। সোমবার বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে শুরু হবে ‘অভিজিৎ মুহূর্ত’৷ এই পবিত্র মুহূর্ত স্থায়ী হবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। এই স্বল্প সময়ের মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু ধর্মে এই ৮৪ সেকেন্ডের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ের মধ্যে শুভ কাজ করার পরামর্শ দেন শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, এই বিশেষ মুহূর্তে স্বয়ং ভগবান রাম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। দিনে দু’বার ‘অভিজিৎ মুহূর্ত’ আসে৷