সুখবর! ৫৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি PNB-র, সীমিত সুযোগ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজা পদে ৫৩৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন নেওয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ক্রেডিট, লিজ, ট্রেজারি, ল-সহ একাধিক বিভাগে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার হিসাবে নিয়োগ করা হচ্ছে। কোন পদে কী যোগ্যতামান দরকার এবং কতগুলি শূন্যপদ রয়েছে জানুন বিস্তারিত।

 

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজা পদে ৫৩৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন নেওয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ক্রেডিট, লিজ, ট্রেজারি, ল-সহ একাধিক বিভাগে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার হিসাবে নিয়োগ করা হচ্ছে। কোন পদে কী যোগ্যতামান দরকার এবং কতগুলি শূন্যপদ রয়েছে জানুন বিস্তারিত।

১. ম্যানেজার (রিস্ক)- শূন্যপদের সংখ্যা ১৬০টি। তারমধ্যে তপশিলি জাতির জন্য ২৫টি, তপশিলি উপজাতির জন্য ১২টি, ওবিসিদের জন্য মোট ৪৩টি আসন রয়েছে। ম্যাথেমেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটেস্টিক্স এ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। ফিনান্সে স্পেশালাইজেশন থাকলেও আবেদন করা যাবে, তবে সব ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট এর শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

২. ম্যানেজার (ক্রেডিট)- মোট শূন্যপদের সংখ্যা ২০০টি। তারমধ্যে তপশিলি জাতির জন্য ৩১টি, উপজাতির জন্য ১৫টি, ওবিসিদের জন্য ৫৪টি আসন রয়েছে। এক্ষেত্রে আবেদনকারীকে সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। কমার্শিয়াল ক্রেডিটে শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এক্ষেত্রেও ১ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছ্যনীয়।

৩. ম্যানেজার (ট্রেজারি)- এই পদে শূন্যপদের সংখ্যা ৩০টি। তারমধ্যে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ১২টি ও ৪টি এবং ওবিসিদের জন্য ৮টি। ফিনান্স স্পেশালাইজেশন সহ এমবিএ বা সমতুল ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্ট ডিপ্লোমা বা ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। ট্রেজারি ডিলার কোর্স শংসাপত্র থাকলে মিলবে অগ্রাধিকার। ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

৪. ম্যানেজার (ল)- শূন্যপদ ২৫টি। তারমধ্যে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন রয়েছে যথাক্রমে ১১টি ও ৩টি এবং ওবিসিদের জন্য রয়েছে ৮টি। স্নাতকে ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স করে থাকলেও আবেদনকারী আবেদন করতে পারবেন। কোনও ব্যাঙ্কের ল বিভাগে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

৫. ম্যানেজার (আর্কিটেক্ট)- শূন্যপদের সংখ্যা ২টি। এক্ষেত্রে সাধারণদের জন্য ১টি ও ওবিসিদের জন্য ১টি। স্নাতক আর্কিটেকচারে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। কাউন্সিল অব আর্কিটেকচারে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। অটো ক্যাডের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিধি-নিয়ম সম্পর্কে অবগত থাকতে হবে। পাশাপাশি রেসিডেন্সিয়াল প্রকল্পের প্ল্যানিং, ডিজাইন-শ সুপার ভাইজার হিসাবে ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

৬. ম্যানেজার (সিভিল)- শূন্যপদের সংখ্যা ৮টি। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ১টি করে, ওবিসিদের জন্য রয়েছে ২টি। ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি-ই বা বি-টেক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

৭. ম্যানেজার (এইচ আর)- শূন্যপদ ১০টি। তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ১-১-৩টি। পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা এইচ আর বা এইচ আর ডি বা লেবার ল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার হিসাবে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

৮. ম্যানেজার (ইকোনমিক)- শূন্যপদ ১০টি। তারমধ্যে তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ২-১-২টি। ৬০ শতাংশ নিয়ে ইকোনমিক্স এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার হিসাবে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

৯. সিনিয়র ম্যানেজার (রিস্ক)- ৪০টি শূন্যপদের মধ্যে তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ৭-৩-১০টি। ম্যাথেমেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটেস্টিক্সে স্নাতক অ স্নাতকোত্তর ডিগ্রি। পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কোর্স করে থাকলেও আবেদন গ্রাহ্য হবে। রিস্ক ম্যানেজমেন্ট শংসাপত্রে মিলবে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

১০. সিনিয়র ম্যানেজার (ক্রেডিট)- ৫০টি শূন্যপদের মধ্যে  তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ৭-৪-১৪টি। সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশনে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। কমার্শিয়াল ক্রেডিট শংসাপত্রে মিলবে অগ্রাধিকার। ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স ১/০৭/২০২০ এর মধ্যে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সিনিয়রদের ক্ষেত্রে এই বয়স ২৫ থেকে ৩৭ এর মধ্যে হতে হবে। তপশিলি ও ওবিসিরা যথাক্রমে ৫ ও ৩ বছরের ছাড় পাবেন বয়সের। পাশাপাশি ম্যানেজার পদ গুলির ক্ষেত্রে বেতন ৩১ হাজার ৭০৫ থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে সিনিয়র ম্যানেজারদের ক্ষেত্রে বেতন ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা। অনলাইন ফি বাবদ ৮৫০ টাকা জমা দিতে হবে আবেদন করার সময়। www.pnbindia.in এই ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =