অযোধ্যা: ভারতের ইতিহাসে ৫ আগস্ট, বুধবার একটি উল্লেখযোগ্য দিন। কারম এদিন ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজো হল। পুজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধুতি ও কুর্তায় নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে।
সাধারণত প্রধানমন্ত্রী খুব একটা বিদেশি পোশাক পরেন না। ভারতীয় পোশাকের নিজের ফ্যাশনকে সীমাবদ্ধ রেখেছেন তিনি। বেশিরভাগ অনুষ্ঠানে তাকে ধুতি আর কুর্তায় দেখা যায়। ট্র্যাডিশনাল পোশাকেই সাজতে ভালবাসেন তিনি। বুধবারের অনুষ্ঠানও তার ব্যতিক্রম ছিল না। তবে বৈচিত্র না থাকলেও একেবারে সাদাসিধে ছিল না তাঁর পোশাক। ম্যাচিং করেই পোশাক বেছেছিলেন তিনি। ভূমিপুজোর অনু্ষ্ঠানের জন্য তাঁর পোশাক ছিল সাদা ধুতি ও সোনালি রঙের কুর্তা। এই পোশাকেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিল মানানসই উত্তরীয়। এই পোশাকে দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এদিন ভাষণ শুরুতে শ্রীরামের স্মরণ করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী৷ একইসঙ্গে অনুষ্ঠান মঞ্চে হাজির সমস্ত অতিথিদের শ্রদ্ধা জানান৷ একইসঙ্গে মোহন ভাগবত ও যোগী আদিত্যনাথকে বিশেষভাবে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷ এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে মন্দির কর্তৃপক্ষককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার সময় যেমন সবাই ঝাঁপিয়ে পড়ে বলিদান দিয়েছিলেন, ঠিক একই ভাবে এই রামমন্দির নির্মাণেও বহু বলিদান রয়েছে৷ আজ মন্দির নির্মাণের মধ্যে দিয়ে শ্রীরামের মুক্তি হল৷ শ্রীরাম দেশের সংস্কৃতী বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেন, আজ গোটা ভারতে রামময় হয়ে গেছে৷ স্বর্ণযুগের সূচনা হল আজ৷ দীর্ঘ বছর পর শ্রীরাম মুক্ত হলেন৷ এই মন্দির নির্মাণ সংস্কৃতির পুনর্জন্ম হল৷ আমাদের দেশের সংস্কৃতি ও মনের মধ্যে মিশে রয়েছে শ্রীরাম৷ তাঁকে নিয়ে আমরা চলছি৷ আজ গোটা দেশে রামের জয়ের ধ্বনি শুনতে পাচ্ছি৷ সরযূ নদীর তীরে আজ স্বর্ণযুগের সূচনা হল৷