কর্মী ছাঁটাইয়ে লাগবে না সরকারের অনুমতি, সংসদে নয়া বিল কেন্দ্রের!

কর্মী ছাঁটাইয়ে লাগবে না সরকারের অনুমতি, সংসদে নয়া বিল কেন্দ্রের!

নয়াদিল্লি: করোনা মহামারীর সুযোগকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে এক শ্রেণির ব্যবসায়ী৷ তার প্রভাব পড়েছে আমজনতার পকেটে৷ করোনার কারণে কমছে সাধারণ জনতার আয়৷ বেসরকারি সংস্থায় চলছে কর্মী সংকোচন, ছাঁটাই পর্ব৷ কোপ পড়েছে বেতনেও৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ অন্তত ৬০ লক্ষ পেশাদার কর্মচারী কাজ হারিয়েছে গত ৩ মাসে৷ আর এই পরিস্থিতি বেসরকারি সংস্থাগুলিকে কর্মী ছাঁড়াইয়ের পথ আরও পথ প্রশস্ত করে নয়া বিল কার্যকর করতে চলেছে কেন্দ্র৷ খবর, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে৷

সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারের অনুমতি ছাড়া বেসককারি সংস্থাগুলিকে কর্মী ছাঁটাইয়ের ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ নিজেদের মর্জি মতো সংস্থাগুলি নিয়োগ ও কর্মী সংকোচন করতে পারবে৷ ৩০০ জনের কম কর্মী আছে, এমন সংস্থাগুলিকে ছাড় দেওয়া হতে পারে বলে খবর৷ শনিবার লোকসভায় পেশ করা একটি বিলে তেমনই প্রস্তাব দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক৷

বর্তমানে ১০০ জনের কম কর্মী আছে, এমন সংস্থাগুলি সরকারের অনুমতি ছাড়াই কর্মী নিয়োগ ও ছাঁটাই করতে পারে৷ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল ২০২০’ বিলে তা বাড়িয়ে ৩০০ কর্মী আছে এমন সংস্থাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার৷

ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল ২০২০ এই বিলের ৭৭ (১) ধারা অনুযায়ী, যে শিল্প প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা ৩০০ জনের কম নয় বা তার বেশি, ১২ মাসে দৈনিক গড়ে কর্মদিবসের ভিত্তিতে কাজ করছেন, সেই সমস্ত সংস্থা ছাঁটাই ও সংস্থার খরচ হ্রাস করতে সরকারি অনুমতি ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে৷ যদিও, কেন্দ্রের এই বিল গত বছর লোকসভায় পেশ করা হয়েছিল৷ বিল নিয়ে বিতর্ক তৈরি হতেই তাশ্রম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছিল৷ কিন্তু, এবার করোনা আবহে সংক্ষিপ্ত বাদবে ফের তা পেশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =