নয়াদিল্লি: কিছুদিন আগেই আরআরবি এনটিপিসি’তে নিয়োগের কথা বলা হয়েছিল। সেই মতো আবেদন মঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট সময়ে। আজ, সোমবার যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছিলেন, তাঁদের আবেদনের স্ট্যাটাস নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করল রেল রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করেছেন, তাঁরা ২০১১-২০১৮ rrbonlinereg.co.in এ তাঁদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন, এমনটাই জানালো রেল বোর্ড। সেই মর্মে আবেদনকারীর আবেদন গৃহিত হয়েছে কিনা কিংবা প্রত্যাখ্যান হয়েছে কিনা তা জানা যাবে আরআরবি’য়ের নির্দিষ্ট ওয়েবসাইটে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্ট্যাটাস জানা যাবে।
আগেই ঘোষণা করা হয়েছিল আগামী ১৫ ডিসেম্বর থেকে আরআরবি নিয়োগ পরীক্ষা শুরু করবে। কম্পিউটার ভিত্তিক নেওয়া হবে সেই পরীক্ষা। কিন্তু ঠিক কবে কবে পরীক্ষা নেওয়া হবে সে কথা এখনও জানানো হয়নি। এই পরীক্ষার মাধ্যমে আরআরবি এনটিপিসি’তে বিচ্ছিন্ন ও মন্ত্রী স্তর ও স্তর -১ পদে মোট ১ লক্ষ ৪০ হাজার এবং ৬৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের তাঁদের আবেদনের স্টাটাস পরীক্ষা করতে গেলে প্রথমে রেল বোর্ডের rrbonlinereg.co.in এই অফিসিয়াল ওয়েবসাইতে যেতে হবে। এরপর হোমপেজে, Application Status লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর নির্দিষ্ট তালিকা থেকে আবেদনকারীকে নিজের জেলা বা শহর নির্বাচন করতে হবে। তারপর ডিসপ্লে স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে নিজের থেকেই। সেখানে আবেদনকারীকে নিজের শংসাপত্র দিয়ে লগ ইন করতে হবে। এরপরেই স্ক্রিনে আবেদনকারীর আবেদন সংক্রান্ত আপডেটেড স্ট্যাটাস ভেসে উঠবে।