কলকাতা: কলকাতা, মালদহ, শিলিগুড়ি, রাঁচি, ভুবনেশ্বর-শ সারা ভারতের ২১টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ১৫ ডিসেম্বর আরআরবি এনটিপিসি’র সেই পরীক্ষা প্রত্যেক আবেদনকারী দিতে পারবেন না, এমনটাই জানিয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ড। কারা কারা সেই পরীক্ষা দিতে পারবেন তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে উচ্চমাধ্যমিক যোগ্যতায় জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইমকিপার, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক শূন্যপদে মোট ১০ হাজার ৬২৮ জন এবং ট্রাফিক অ্যাসিস্টেন্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইমকিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস ও স্টেশন মাস্টার শূন্যপদে মোট ২৪ হাজার ৬৪৯ জন নিয়োগ করা হবে। সেই নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ১৫ ডিসেম্বর থেকে। কিন্তু ২১ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে রেল বোর্ড জানায়, ঠিকভাবে ফর্ম পূরণ না করায় কয়েক হাজার প্রার্থীর দরখাস্ত বাতিল করা হয়েছে। সেই মর্মে কাদের আবেদন বাতিল হয়েছে তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত www.rrbonlinereg.co.in এই ওয়েবসাইটে দেখা যাবে।
রেল তরফে জানা গিয়েছে, গ্রুপ-ডি পদে শূন্যপদের সংখ্যা ১ লক্ষ ৩হাজার ৭৬৯টি এবং নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে শূন্যপদের সংখ্যা ৩৫ হাজার ২০৮টি। পাশাপাশি স্টেনো, শিক্ষক-সহ আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল ক্যাটেগরিতে শূন্যপদের সংখ্যা ১ হাজার ৬৬৩টি। অর্থাৎ এই ৩ড়ি ক্যাটেগরি মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৬৪০টি। যেখানে আবেদন জমা পড়েছে ২ কোটি ৪০ লক্ষের কাছাকাছি। কিন্তু ফর্মে ঠিকঠাক তথ্য না ভরায় অথবা ওই জাতীয় কোনও কারণের জন্য কয়েক হাজার পরীক্ষার্থীর আবেদন বাতিল হয়েছে।
রেল বোর্ড তরফে বলা হয়েছে, নির্দিষ্ট ওই ওয়েবসাইটে গিয়ে CEN 01/2019 (NTPC) এই অংশে যেতে হবে, তারপর যে বিভাগে দরখাস্ত করা হয়েছে তাতে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা দিয়ে লগ ইন করলেই নির্দিষ্ট স্টেটাস দেখা যাবে। এক্ষেত্রে যাঁরা পরীক্ষা দিতে পারবেন এবং যাঁদের পরীক্ষা বাতিল হয়েছে, উভয়েই নিজেদের স্টেটাস দেখে নিতে পারবেন। পাশাপাশি এই ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তা আগাম জানানো হবে এই ওয়েবসাইটে। পাশাপাশি রেল বোর্ড তরফে গ্রুপ-ডি’য়ের পরীক্ষা কিছু দিন পরে সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পেশ করবে জানিয়েছে রেল রিক্রুট্মেন্ট বোর্ড।