কবে মিলবে UPSC-র ফল? সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করেছেন?

কবে মিলবে UPSC-র ফল? সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করেছেন?

70018785119c5e494c254800f32b5577

নয়াদিল্লি:  সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি৷ প্রশ্নপত্রটি upsc.gov.in ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে৷ আগামীদিনে যে সমস্ত পরীক্ষার্থী সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এই প্রশ্নপত্র খুবই সহায়ক হবে৷ 

অনলাইনে প্রশ্নপত্র প্রকাশিত হলেও চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশিত হয়নি৷ প্রশ্নপত্রের ‘অ্যানসার কি’ এখনও প্রকাশিত হয়নি৷ গত বছরের সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরে প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্রের ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়৷ এবার কি একই ঘটনা ঘটবে? কমিশনের দিকে তাকিয়ে দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী৷

সূত্রে খবর, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামী মাসে প্রকাশিত হতে পারে৷ গত বছর জুন মাসে পরীক্ষা হয়েছিল৷ ফল প্রকাশিত হয়েছিল জুলাইয়ে৷ ফলাফল ঘোষণার পর প্রার্থীদের নম্বর-সহ তাঁদের নামও প্রকাশিত হয়েছিল৷ প্রাথমিক পরীক্ষায় যোগ্য প্রার্থীরা ২০২১ সালের জানুয়ারির মূল পরীক্ষায় শর্টলিস্টে জায়গা পাবেন৷

এবছর সুপ্রিম কোর্টের নির্দেশে বেশকিছু পরীক্ষার্থী আগামী বছর শেষ সুযোগ পেতে চলেছেন৷ কেননা, করোনার কারণে, এবছর যাঁদের পরীক্ষায় বসার শেষ সুযোগ ছিল, তাঁদের আগামী বছরে পরীক্ষায় শেষ সুযোগ দেওয়ার বিষয়ে ইউপিএসসিকে বিবেচনা করতে বলেছে সুপ্রিম কোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *