সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা পুলিশে চাকরি

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা পুলিশে চাকরি

কলকাতা: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা পুলিশ ডিরেক্টর অফিসে ‘সিস্টার ইনচার্জ’, ‘স্টাফ নার্স’, ‘ফিজিওথেরাপি’, ‘এক্স-রে টেকনিশিয়ান’, ‘ল্যাব টেকনিশিয়ান’, ‘ইসিজি টেকনিশিয়ান’ পদে কর্মী নিয়োগ করা হচ্ছে৷

সিস্টার ইনচার্জ: নার্সিংয়ে বিএসসি কোর্স পাস হলে এই পগদে যোগ্যতা পাওয়া যাবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নার্স এন্ড মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বেতন হবে ২১ হাজার টাকা৷ শূন্যপদ ৮টি৷

স্টাফ নার্স: জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফ কোর্স পাসেরা আবেদন করতে পারবেন৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সেলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বেতন হবে ১৮ হাজার টাকা৷ শূন্যপদ ১০টি৷
ফিজিওথেরাপিস্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিকে পাসের পর ফিজিওথেরাপির দু’বছরের ডিপ্লোমা কিংবা ফিজিওথেরাপি ডিগ্রি কোর্সের পাস হলে আবেদন করা যাবে৷ বেতন হবে ১৮ হাজার টাকা৷ শূন্যপদ ২টি৷

ফার্মাসিস্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসের পর দু’বছরের ফার্মাসিস্ট ডিপ্লোমা কিংবা ফার্মাসিস্ট ডিগ্রি কোর্স পাস করলে এই পদে আবেদন করা যাবে৷ বেতন হবে ১৮ হাজার টাকা৷ শূন্যপদ ২টি৷

এক্স-রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান: এই পদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয়ে উচ্চ মাধ্যমিকের পাসের পর সংশ্লিষ্ট বিষয় নিয়ে দু’বছরের ডিপ্লোমা কোর্স থাকলে এই পদে আবেদন করা যাবে৷ বেতন ১৮ হাজার টাকা৷

উপরের সমস্ত শূন্যপদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১-১-২০২০ হিসাবে ৫০ বছরের মধ্যে৷ প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ইন্টারভিউ হবে ৪ নভেম্বর বেলা ১১ টায়৷ কলকাতা পুলিশের হাসপাতালে এই ইন্টারভিউ নেওয়া হবে৷ ইন্টারভিউয়ের সময় অনলাইনে ফর্ম সংগ্রহের পর তা  পূরণ করে জমা দিতে হবে৷ কলকাতা পুলিশের ওয়েবসাইট kolkatapolice.gov.in অথবা kprb.kolkatapolice.gov.in থেকে ফর্ম ডাউনলোড করার পর দু’কপি পাসপোর্ট সাইজ ছবি, বয়স, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ অন্যান্য নথি স্বপ্রত্যয়িত নকল জমা করাতে হবে৷ এছাড়াও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে কলকাতা পুলিশের ওয়েবসাইটে নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *