কলকাতা: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব নির্ধারিত নিয়োগ পরীক্ষার সূচি আগেই বাতিল করেছিল পাবলিক সার্ভিস কমিশন৷ যেহেতু এখন করোনা পরিস্থিতি ও গণপরিবহণ ব্যবস্থা এখনও স্বাভাবিক নয়, ফলে পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করেছিল পিএসসি৷ এবার, সব দিকে খতিয়ে দেখে ডিসেম্বর মাসে বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা নিতে চলেছে কমিশন৷ পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে৷
বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ক্লার্কশিপ পার্ট টু ও আইসিডিএস কেন্দ্রে সুপারভাইজার নিয়োগের পরীক্ষা নেওয়া হবে৷ ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার সম্ভাব্য সূচি ৬ ডিসেম্বর ধার্য করা হয়েছে৷ আইসিডিএস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা আগামী ১২ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে রাখার সম্ভাব্য দিন ঠিক করেছে কমিশন৷ এই দুটি পদে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে কমিশন৷ শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে কমিশন৷ চূড়ান্ত পরীক্ষায় কারা বসতে পারবে, তার তালিকাও ইতিমধ্যেই প্রকাশিত৷ দ্বিতীয় দফায় পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী৷
এর আগে জুলাই মাসে বেশ কিছু চাকরির পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছিল পিএসসি৷ কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া ঘোষণা করা হয়৷ পরে পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়ার কথা জানানো হলেও তা স্থগিত করে দেওয়া হয়৷ যুক্তি ছিল, যেহেতু এখনও করোনা ও গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি, ফলে, পরীক্ষা নেওয়া যাবে না৷ পিএসসির এই ঘোষণার পর, শহর ও শহরতলির লোকাল ট্রেন পরিষেবা চালু না হলেও গত ১১ অক্টোবর ডব্লুবিসিএস জুডিশিয়ালের প্রাথমিক পরীক্ষা নিয়েছে পিএসসি৷ করোনা আবহে যা ছিল পিএসসির প্রথম পরীক্ষা৷ তবে, ওই পরীক্ষায় তুলনায় প্রার্থীর সংখ্যা ছিল অনেক কম৷
জানা গিয়েছে, ডিসেম্বরের আরও দু’টি নিয়োগ পরীক্ষা নেওয়ার পাশাপাশি কালীপুজোর পর অর্থাৎ নভেম্বর থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতি শুরু করে দিচ্ছে পিএসসি৷ নভেম্বর-ডিসেম্বরে ১৬টি লিখিত পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে৷ দু’টির প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ ২৪টি চাকরির পরীক্ষার ইন্টারভিউ নভেম্বর ও ডিসেম্বর মাসে নেওয়ার সম্ভাব্য সূচিও প্রকাশ করেছে পিএসসি৷