৩১ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন মুখ্যমন্ত্রীর, টুইট শিক্ষা দফতরের

৩১ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন মুখ্যমন্ত্রীর, টুইট শিক্ষা দফতরের

জয়পুর: চলতি বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগ নিয়ে তুলকালাম বেধেছিল রাজস্থানে৷ তপশিলি জাতি ভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল৷ প্রতিবাদ বিক্ষোভে জেরে প্রাণও হারান কিছু মানুষ৷ এবার ৩১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করল রাজস্থান সরকার৷ ৩১ হাজার গ্রেড-৩ শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে৷ সরকারের এক আধিকারিকের বিবৃতি অনুসারে, শিক্ষকদের আরইইটি অর্থাৎ রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী অশোক গহলট শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন৷ পদ অনুমোদনের সর্বশেষ আপডেট সম্পর্কে অবহিত করতে শিক্ষামন্ত্রক তাদের  টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করেছে।

টুইটে শিক্ষামন্ত্রক জানায়স, ৩১,০০০ গ্রেড-৩ শিক্ষক নিয়োগের জন্য অর্থ বিভাগে একটি প্রস্তাব পাঠিয়েছিল যা পরে রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়েছিল৷ এর আগে ২০২০-২১ সালের বাজেটের বক্তৃতায় মোট ৫৩০০০ শূন্যপদ পূরণ করার বিষয়ে একটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৪১,০০০ পদ ছিল শিক্ষা বিভাগেরই৷ এছাড়াও, রাজ্য জুড়ে স্কুলগুলিতে ২৪৮৯ টি অস্থায়ী পদ অনুমোদিত হয়েছে৷ এর মধ্যে ১০৪ টি প্রধান শিক্ষকের পদ৷ ১৬৯২টি সিনিয়র শিক্ষকের পদ রয়ছে৷ ৪১১ টি শিক্ষক ও ২৮২ টি জুনিয়র সহকারীর পদ রয়েছে৷ রাজ্যবাসীকে এই খবর দেওয়ার জন্য টুইট করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷

 

একইসঙ্গে মুখ্যমন্ত্রী রাজস্থান পুলিশের এসওজি বিশেষ অপারেশন গ্রুপের তিনটি ইউনিটের জন্য ২৭ টি নতুন পদ তৈরির প্রস্তাবও অনুমোদন করেছেন৷ প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে তপশলী জাতি ভুক্ত শিক্ষক নিয়োগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজস্থান৷ দোকান, যানবাহন পুড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা৷ অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয়েছিল ৫ জনের৷ বিক্ষোভকারীদের দাবি ছিল, রাজস্থানের ১,১৬৭টি অসংরক্ষিত শূন্যপদে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ করুক সরকার। এই দাবি নিয়ে রাজস্থানের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =