নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্বাভাবিক ভাবেই সেখানে অন্তর্বর্তী বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ চড়েছে মধ্যবিত্তের মধ্যে৷ বাজেটের মূল মন্ত্র ‘সবকা সাথ সবকা বিকাশ’। এই বাজেটে চারটি জিনিসের উপর জোর দেওয়া হয়েছে৷ অর্থমন্ত্রী বলেন, অন্তর্বর্তী বাজেটে গরীব, যুব, মহিলা এবং অন্নদাতাদের উন্নয়ণের উপর বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে৷ তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়নে তিন তালাক বেআইনি করা হয়েছে, সংসদে মহিলাদের সংরক্ষণ বৃদ্ধি করা হয়েছে। আবাস যোজনায় মহিলাদের হাতে বাড়ি তুলে দেওয়া হয়েছে৷
এক সপ্তাহ আগেই অন্তর্বর্তী বাজেট নিয়ে সংসদের নর্থ ব্লকে রুদ্ধ দ্বার বৈঠক করেন বাজেট প্রস্তুতকারীরা। তার আগে রীতি মেনে হালুয়া অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন অর্থমন্ত্রী৷ গোপনীয়তা বজায় রেখেই রুদ্ধদ্বারে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয় ৷