nirmala sitharaman
নয়াদিল্লি: আগের চেয়ে অনেক ভালো রয়েছে মানুষ৷ বেড়েছে আয়৷ সংসদে বাজেট বক্তৃতায় এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি বলেন, আমরা এমন একটা প্রশাসন চাই যার উপরে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস থাকবে। মানুষ আগের তুলনায় অনেক বেশি রোজগার করছেন। প্রকৃত আয় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ১০ বছরে মানুষ নিজেদের আশা আকাঙ্খা অনেক বেশি করে পূরণ করতে সক্ষম হয়েছেন৷ দেশের সব এলাকার, সব স্তরের মানুষ অর্থনৈতিক সাফল্যে সামিল হয়েছেন।