BUDGET: ‘লাখপতি দিদি’! আরও এক কোটি মহিলাকে লাখপতি করার পরিকল্পনা

BUDGET: ‘লাখপতি দিদি’! আরও এক কোটি মহিলাকে লাখপতি করার পরিকল্পনা

nirmala sitharaman

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷ ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ভারতে। দেশে মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে। ইতিমধ্যেই দেশের এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন। যা অন্য মহিলাদের কাছে এক বড় উদাহরণ। এই প্রকল্পের নাম ‘লাখপতি দিদি’। অর্থমন্ত্রী বলেন, এক কোটি মহিলা লাখপতি হয়েছেন, আরও ২-৩ কোটি মহিলা লাখপতি হবেন।এর পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। তিন তালাক বেআইনি করা হয়েছে, সংসদেও মহিলাদের সংরক্ষণ জোর দেওয়া হয়েছে। আবাস যোজনায় মহিলাদের হাতে বাড়ির মালিকানা তুলে দেওয়া হয়েছে। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই ‘লাখপতি দিদি যোজনা’ ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =