বন্দে ভারত এক্সপ্রেসের মতো হবে ৪০ হাজার সাধারণ বগি, সস্তা হবে বিমান সফর: নির্মলা

বন্দে ভারত এক্সপ্রেসের মতো হবে ৪০ হাজার সাধারণ বগি, সস্তা হবে বিমান সফর: নির্মলা

nirmala sitharaman

নয়াদিল্লি: অন্তর্বর্তী বাজেটে রেলের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি জানালেন, রেলের ৪০ হাজার সাধারণ বগিকে বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে। বাড়ানো হবে ট্রেনের গতিও৷ গোটা দেশে মেট্রো রেলের উন্নয়ন করা হবে বলেও ঘোষণা করেন তিনি৷ সস্তা হবে বিমান সফরও৷ অর্থমন্ত্রী বলেন, এখন আমাদের দেশে ১৪৯টি বিমানবন্দর রয়েছে। একাধিক ভারতীয় সংস্থার তরফে এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দেওয়া হয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে আকাশ পথের সফর৷ 

এছাড়াও রেলওয়ের জন্য ৩টি ইকোনমিক করিডর তৈরি করার কথা ঘোষণা করেন নির্মলা৷ সিমেন্ট, মিনারেল ও শক্তি করিডর তৈরি করা হবে। এছাড়াও বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডরও গড়ে তোলা হবে৷ এতর ফলে রেলযাত্রা আরও সহজ ও কম সময়ে করা যাবে। জিডিপিও বৃদ্ধি পাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 7 =