বদলি সংক্রান্ত সমস্যার সমাধান চেয়ে বিকাশ ভবনে ডেপুটেশন শিক্ষক সংগঠনের

বদলি সংক্রান্ত সমস্যার সমাধান চেয়ে বিকাশ ভবনে ডেপুটেশন শিক্ষক সংগঠনের

কলকাতা:  বদলি সংক্রান্ত ইস্যুতে এদিন ফের বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিল শিক্ষক সংগঠন৷ জেলা বদলি,  অনলাইনে জেনারেল বদলি এবং অনলাইন মিউচুয়াল বদলির ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তার সমাধান চেয়ে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেয় শিক্ষক সংগঠন ‘অল পোস্ট গ্র্যাডজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’- এর ট্রান্সফার ইউনিট ‘অল বেঙ্গল ট্রান্সফার ফোরাম’। 

আরও পড়ুন- আরও ৩৫ লক্ষ কর্মসংস্থান হবে বাংলায়, মাছ-শাড়ি বিক্রির ‘পরামর্শ’ মুখ্যমন্ত্রীর!

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অনলাইনে জেলা বদলি ও জেনারেল বদলি অবিলম্বে শুরু করার দাবিতেই মূলত এই ডেপুটেশন৷ পাশাপাশি অনলাইন মিউচুয়াল বদলির ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে, তা সমাধানের দাবিও জানানো হয়েছে। মিউচুয়াল বদলির পোর্টালে ওটিপি সহ বিভিন্ন টেকনিক্যাল সমস্যা রয়েছে৷ রয়েছে সেকশন সমস্যা৷ এছাড়াও তাঁদের দাবি, একাধিকবার মিউচুয়াল ও তিনজনের মধ্যে মিউচুয়াল বদলির প্রক্রিয়া,  মাদ্রাসার জন্যেও অবিলম্বে বদলি প্রক্রিয়া, স্কুল শিক্ষকদের মতো শিক্ষাকর্মীদের জন্যেও অনলাইন মিউচুয়াল বদলি শুরু করতে হবে৷ এছাড়াও নর্মাল সেকশনের গ্র্যা জুয়েট শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অনার্স/ পিজি শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়াল বদলি সংক্রান্ত পে প্রোটেকশন নোটিশ, বাকি থাকা অফলাইন মিউচুয়াল ফর্মের ভিত্তিতে রেকোমেন্ডেশন প্রদান সহ বিভিন্ন বদলি সংক্রান্ত বিষয়েও এদিন আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা৷  

আরও পড়ুন- ৭,২২৭ শূন্যপদে ক্লার্কশিপ মেইন পরীক্ষার দিন ঘোষণা PSC-র

সংগঠনের পক্ষ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার, শিক্ষামন্ত্রী, পিএস, ওএসডি, গ্র্যােন্ট ইন এড ( ডেপুটি সেক্রেটারি), এসএসসি চেয়ারম্যান, ডিএমইর কাছে বদলির দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে৷ এই বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পাওয়া গিয়েছে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে। এবিটিএফ আহ্বায়ক সৌভিক রেজ বলেন, ” মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জেলা বদলি ও অনলাইনে জেনারেল বদলি প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে এবং মিউচুয়াল বদলির সমস্যাগুলি সমাধান করতে হবে।”  বিকাশ ভবনে উপস্থিত মাদ্রাসার শিক্ষক রাজকুমার লাহা বলেন,  ” মুখমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের জন্যে অবিলম্বে অনলাইনে নিজ জেলায় বদলি প্রক্রিয়া চালু করতে হবে। এছাড়াও অনলাইনে জেনারেল বদলি,  স্কুলের  মতো অনলাইনে মিউচুয়াল বদলি প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ২০১৩ সালে রিটেনশন না হওয়া ও অন্যান্য কারণে যে সকল শিক্ষক শিক্ষিকারা বদলির জন্য আবেদন করতে পারেননি, তাঁদেরও বাকি সকলের মতো বদলির সুযোগ করে দিতে অবিলম্বে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে৷ তাঁদেরও অনলাইনে বদলি শুরু করতে হবে।” সংগঠন এর সম্পাদক চন্দন গরাই বলেন, স্কুল ও  মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেলা বদলি প্রক্রিয়া শুরুর দাবিতে খুব শীঘ্রই বৃহত্তর আন্দোলনের পথে এগোবে সংগঠন৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + four =