দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনা হবে, ১ কোটি বাড়িতে সৌরশক্তির সুবিধা: অর্থমন্ত্রী

দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনা হবে, ১ কোটি বাড়িতে সৌরশক্তির সুবিধা: অর্থমন্ত্রী

Eastern Region Growth

নয়াদিল্লি: দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, পূর্বাঞ্চলের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে। আগামী পাঁচ বছরে আর দু’কোটি বাড়ি তৈরি করা হবে৷ পাশাপাশি এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিনেই এই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷  বাড়ির ছাদে সৌরপ্যানেল লাগানো হলে প্রতি মাসে ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *