ঘুরতে যাওয়া বাঙালির মজ্জায় মজ্জায়। দুদিনের ছুটি হাতে পেলেই তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়া। কিন্তু এবছর সহ ওলোটপালোট হয়ে গিয়েছে। করোনার কারণে বেড়াতে যাওয়া মাথায় উঠেছে। কিন্তু পুজোর সময়েও যদি কোথাও ঘুরতে না যাওয়া হল, তাহলে মনখারাপ হওয়া স্বাভাবিক। বিশেষ করে পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোও খুলে যাচ্ছে ক্রমেই। তাই পুজোর সময় একান্তই বেড়াতে যেতে ইচ্ছা করলে নিজেকে আটকাবেন না। তবে সেই সঙ্গে কিছু নিয়ম কিন্তু অবশ্যই মানতে হবে।
করোনা এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি। তাই সাবধানে থাকা আবশ্যিক। ইউরোপ ও আমেরিকায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। ভারতেও আসছে সেই দ্বিতীয় ঢেউ। ভ্যাকসিন নিয়েও আশার বাণী শোনাতে পারছে না কেউ। তাই জায়গা বাছুন বুঝেশুনে। এমন জায়গা বাছুন যেখানে মানুষের ভিড় কম। যেখানে ভিড় হওয়ার সম্ভাবনা, সেই জায়গাগুলো এড়িয়ে চলুন। জনপ্রিয় জায়গা এড়িয়ে চলুন। দিঘা বা পুরীর মতো জায়গায় যাওয়ার আগে দুবার ভাবুন। সেদিক থেকে পাহাড় বা জঙ্গল অনেকটাই নিরাপদ। পাহাড়ের কোলে অনেক অফবিট জায়গা রয়েছে। সেখানে যেতে পারেন।
আরও পড়ুন: ড্রাগ মামলায় জড়াল শাহরুখ-রণবীরোর নাম, শীঘ্রই সমন পাঠাতে পারে NCB
ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভাল হয় নিজের গাড়ি থাকলে তা নিয়ে গেলে বা গাড়ি ভাড়া করে গেলে। কিন্তু তা যদি সম্ভব না হয়, যদি ট্রেনে, বাসে বা বিমানে যেতে হয় তবে সাবধান হন বেশি। মাস্ক, ফেস শিল্প আর হাতে গ্লাভস তো মাস্ট। এছাড়া হাতের কাছে রাখুন স্যানিটাইজার। খেয়াল রাখবেন ঘনঘন নাকেমুখে হাত দেবেন না। সম্ভব হলে টয়লেট ব্যবহারের আগেও টয়নেট সিট স্যানিটাইজ করে নিন। হোটেলের ক্ষেত্রে খবর নিন সেখানে পর্যটকদের তাপমাত্রা মেপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে কিনা। এছাড়া হোটেলের স্যানিটাইজেশন ব্যবস্থার ব্যাপারেও খোঁজ খবর নিন।
বেড়াতে গেলে কাছে রাখুন কিছু জরুরি ওষুধ। তার মধ্যে উল্লেখযোগ্য হল গ্যাসের ওষুধ, ওআরএস, বমির ট্যাবলেট, জ্বরের ওষুধ। এছাড়া রাখুন ব্যান্ড এড। আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে অবশ্যই জানিয়ে যান কোথায় যাচ্ছেন। তাঁর সঙ্গে কথা বলেই ওষুধ নিন। ঘুরতে যাওয়ার জায়গায় কী কী হাসপাতাল ও ডাক্তারখানা সম্পর্কেও খবর নিয়ে রাখুন।