ছোট্ট সন্তান কোলে ছবি পোস্ট সুন্দরী নাতাশার, ‘হুবহু হার্দিক’, বলছে নেটপাড়া

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দু'মাসের সন্তান অগস্ত্যকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন হার্দিক পান্ডেয়া'র স্ত্রী নাতাশা। ফর্মাল পোশাকে ভারতীয় ক্রিকেটার পান্ডেয়া পত্নী সার্বিয়ান কন্যা নাতাশা স্ট্যানকোভিচ'কে অপরূপ সুন্দরী দেখাচ্ছে। ছবিতে তিনি মিষ্টি হাসির সঙ্গে ছেলের দিকে তাকিয়ে আছেন।

 

গুজরাত: সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দু’মাসের সন্তান অগস্ত্যকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন হার্দিক পান্ডেয়া’র স্ত্রী নাতাশা। ফর্মাল পোশাকে ভারতীয় ক্রিকেটার পান্ডেয়া পত্নী সার্বিয়ান কন্যা নাতাশা স্ট্যানকোভিচ’কে অপরূপ সুন্দরী দেখাচ্ছে। ছবিতে তিনি মিষ্টি হাসির সঙ্গে ছেলের দিকে তাকিয়ে আছেন। বিকেলের রোদ এসে তাদের মুখে পড়েছে। মায়ের সঙ্গে দুমাসের শিশু অগস্ত্যও যেন ভাবলেশহীন ভাবে ছবি তোলার জন্য পোজ দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। মাত্র দুমাস বয়সেই সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছে খুদে অগস্ত্য।

ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝে মধ্যেই ছবি দিয়ে থাকেন ভারতীয় বোলার হার্দিক পত্নী। গত ৩০ জুলাই গুজরাতের আকাঙ্খা হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন নাতাশা। বিয়ের আগেই বাবা হয়েছিলেন হার্দিক। ভালোবাসার পরিপূর্ণতা এনে দিয়েছে ছোট্ট অগস্ত্য। ছেলের জন্মের দুমাস পূর্ণ হওয়ায় এই পোস্ট করেন নাতাশা। কিছু মুহুর্তের মধ্যেই ওই পোস্টে অনুরাগীদের ভালোবাসা ফুটে উঠতে দেখা যায়। ব্যপকভাবে ভাইরাল হয় এই ছবি। ছবিতে কমেন্ট করে নেটিজেনদের অনেকেই ইতিমধ্যেই হার্দিকের সঙ্গে ছেলে অগস্ত্যের হুবহু মিলের কথা জানিয়েছেন। অনেকেই এই প্রসঙ্গে অগস্ত্য’কে ‘ছোট্ট হার্দিক’ বলে উল্লেখ করেছেন। কেউ লিখেছেন, ‘একদম বাবার মুখ বসানো’, তো কারুর কথায়, ‘মিনি পান্ডেয়া’।

View this post on Instagram

#2months 💙 Agastya 💙

A post shared by Nataša Stanković✨ (@natasastankovic__) on Sep 30, 2020 at 6:06am PDT

 

বর্তমানে স্বপ্নের আইপিএল ২০২০ খেলতে অগস্ত্যের বাবা রয়েছেন সুদূর আবুধাবিতে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। এদিকে কয়েকদিন আগেই নাতাশা একটি পোস্টের মাধ্যমে লকডাউন মেমরি কাটিয়ে দীর্ঘদিন পর স্বামীকে কাছে না পেয়ে মিস করার কথা জানিয়েছিলেন। সেই কারণে মাঝে মধ্যেই নাতাশা-হার্দিকের প্রেম নিবেদনের সাক্ষী থেকেছে নেটিজেন মহল। একাধিক ছবি ও সেলফি পোস্ট করেছেন দুজনেই। এই বছরের ১ জানুয়ারি দুবাইতেই নাতাশার সঙ্গে চার হাত এক করেছিলেন হার্দিক। সেদিনই আংটি বদল করে নিজের জীবনের সঙ্গে নাতাশার নাম জড়িয়েছেন ভারতীয় ক্রিকেটার। লকডাউনের মধ্যেই এরপর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর মে মাসে অগস্ত্যের আগমণ বার্তা জানান দম্পতি। একই সঙ্গে নিজেদের গোপন বিয়ের খবরও প্রকাশ্যে আনেন। এরপরেই নেটিজেনরা তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ভরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *