সৌন্দর্যের মাপকাঠি যত বাড়ানো যায়, তত তার উচ্চতা বাড়তে থাকে। আর এতে ম্যাজিকের মতো কাজ দেয় ব্রাউন সুগার। অনেকের বাড়িতেই এখন ব্রাউন সুগার থাকে। আর নাহলে চিনি ও গুড় মিশিয়ে তৈরি করা যায় এই ব্রাউন সুগার। আর তা দিয়ে সহজেই ফিরিয়ে আনা যায় সৌন্দর্য।
কীভাবে ব্রাউন সুগার দিয়ে ত্বকের পরিচর্যা করবেন?
শীতকালে ত্বকের মসৃণতা বজায় রাখতে ব্রাউন সুগার অদ্বিতীয়। ব্রাউন সুগার জলজ উপাদানকে আকর্ষণ করতে পারে এবং তার ফলে ত্বক উপকৃত হয়। ফলে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ত্বকের মসৃণভাব ফিরে আসে। এছাড়া ব্রণর সমস্যায়তেও ব্রাউন সুগার অব্যর্থ। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এটি ত্বকের ক্ষতি করে না। চামড়ার শুষ্কতা থেকেও রেহাই পাওয়া যায়। এছাড়া সপ্তাহে একবার ব্রাউন সুগার দিয়ে ফেসিয়াল করতে পারেন।
এছাড়া ত্বকের হারানো জ্বেল্লা ফেরাতেও ব্রাউন সুগারের জুড়ি মেলা ভার। ডেড সেলগুলিতে এই উপাদান কার্যকরী। এটি ব্যবহার করার ফলে ত্বক যত ফ্রেশ হয়, সৌন্দর্য ততই বাড়তে থাকে। ব্রাউন সুগারে গ্লাইকোলিক থাকে। এর ফলে ত্বকের পোড়া ভাব ও অন্য কোনও দাগ দূর হয়। ব্রাউন সুগার তৈরি হয় গুড়, চিনি ও নুন। চিনিতে থাকে স্ক্রাবিংয়ের কোয়ালিটি। আর নুন ত্বকের সঙ্গে সহজে মিশে যায়। আর গুড় ত্বককে ঠান্ডা করে। শীতকালে ঠোঁট ফাটার সমস্যাতেও কাজ দেয় ব্রাউন সুগার। ব্রাউন সুগারের লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। ফলে ঠোঁট সুস্থ থাকে।