কলম্বিয়া: যে কোনও ইলেকট্রনিক্স জিনিসেই জল লাগলে তা বেশির ভাগ সময়ই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ আর ফোন হলে কোও কথা নেই৷ তবে সম্প্রতিই জল থেকে ঠিকঠাক অবস্থায় ফোন উদ্ধার হওয়ার খবর মিলেছে৷ তাও আবার ছ’ মাস জলের তলায় পড়ে থাকার পর৷ গল্প নয়, ঘটনাটি পুরোদস্তুর সত্যি৷ শুধু বিষয়টা এই যে ঘটনাটি এদেশের নয়, সুদূর কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের৷
জানা গিয়েছে, একটি আইফোন ১১ হ্রদের জলে পড়েছিল ছ’ মাস! ছ’ মাস পরে উদ্ধার হওয়ার পরও সেটি একইরকম ভাবে কাজ করছে। এমনতি ফোন জলে পড়ে গেলে তা অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার কথা ভুলে যাওয়াই ভালো। জলে পড়ার সঙ্গে সঙ্গে পাওয়া গেলে হয়তো আশা করা যায়। তবে এইরকম যদি ছ’ মাস জলের তলায় পড়ে থাকে, তা হলে তো ‘গন কেস’ বলা যেতেই পারে৷ শুধু অবাক করেছে এই আইফোন ১১, জলের তলায় ছ’মাস থেকেও দিব্যি কাজ করে৷ ক্লেটন হেলকেনবার্গ নামের একজন গাড়ির চালক শুধু ফোনটা উদ্ধারই করেননি, যার ফোন তাঁকে ফেরতও দিয়ে দিয়েছেন।
ব্রিটিশ কলাম্বিয়ার হ্যারিসন উষ্ণ প্রস্রবণের একটি হ্রদের জল থেকে ওই আইফোন ১১ পান ক্লেন্টন৷ সঙ্গে আরও বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেন তিনি। সেই তালিকায় রয়েছে রে ব্যানের সানগ্লাস, লাইটার, ক্যামেরা, টুপি। শুধু আইফোন ১১টাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজে পাওয়া যায়। ফোন হাতে নিয়েই ক্লেটন হতবাক হয়ে যান৷ কারণ ফোনটি তখনও চলছে। ফোনটি খুঁজে বের করার পর পুরোটি ভিডিও শুট করেছিলেন ক্লেটন। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়েছে। ছ’ মাস জলের নীচে পড়ে থাকার পরেও আইফোনটি কী করে কাজ করছে, তা ভেবে অবাক হচ্ছেন সকলেই। ফোনটির জলের তলায়ও অক্ষত থাকাটা সত্যিই চমকে দেওয়ার মতোই ঘটনা৷