কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকে নিয়োগ, পরীক্ষার বিজ্ঞপ্তি SSC-র

ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং সংস্থার কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) গ্রুপ 'বি' এবং গ্রুপ 'সি' পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)।  আগামী ২১ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

70018785119c5e494c254800f32b5577

নয়াদিল্লি: ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং সংস্থার কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)।  আগামী ২১ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওয়েবসাইটটি হল- ssc.nic.in। ২১ ডিসেম্বর থেকেই শুরু হবে রেজিস্ট্রেশন। পরের বছরের ২৫ জানুয়ারি আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন।

এর জন্য কী যোগ্যতা থাকা দরকার?

অ্যাসিসট্যান্ট অডিট অফিসার :

১. এই পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

২. CA/CS/MBA/কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/ M.Com/ বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্ট্যাটিসটিকাল ইনভেস্টিগেটর গ্রেড ২ :

১.এই পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিক্স নিয়ে স্নাতক হওয়া বাধ্যতামূলক।

২. আবেদনকারীকে স্নাতক স্তরের তিন বছর স্ট্যাটিসটিক্স থাকতে হবে।

জুনিয়র স্ট্যাটিসটিকাল অফিসার :

১. এই পদের জন্য দ্বাদশ শ্রেণিতে গণিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

২. যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিকটিক্সে স্নাতক হতে হবে।

৩. তবে স্নাতকে কোনও একটি বিষয় হিসেবে স্ট্যাটিসটিক্স থাকলেও চলবে।

অন্যান্য পদ :

যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এক্ষেত্রে এ বছর যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:

SSC CGL এগজাম ২০২১-এর মাধ্যমে হবে প্রার্থী নির্বাচন। এক্ষেত্রে তিনটি স্তর থাকবে। টিয়ার ১, টিয়ার ২, টিয়ার ৩ এবং টিয়ার ৪। এর মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *