‘TET পরীক্ষায় বসতে চাই’, APC ভবনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের

‘TET পরীক্ষায় বসতে চাই’, APC ভবনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের

eb9acc26da19341d038045bfd813d819

কলকাতা: টেট পরীক্ষার দাবিতে এপিসি ভবনের সামনে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দফতরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন তাঁরা। বিশেষত, ২০১৮-২০ এবং ২০১৯-২১ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা এই বিক্ষোভে সামিল হন৷

পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, টেট পরীক্ষার বিজ্ঞপ্তিতে ২০১৮-২০ ও ২০১৭-১৯ বর্ষের ডিইএলইডি প্রশিক্ষণরত প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি৷ তাদের নতুন করে আবেদনপত্র পূরণ করার সুযোগ করে দিয়ে টেট পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের৷  তাদের আরও দাবি, ‘‘যারা ২০১৭ সালে টেট পরীক্ষার জন্য আবেদন করেছিল, তারা ৩ মাস কলেজে ক্লাস করে কলেজের ভর্তির নথি দিয়ে আবেদনপত্র পূরণ করেছিল। আর কোনও সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে৷ অথচ আমাদের সবরকমের সার্টিফিকেট আছে, তাও আমাদের পরীক্ষা দিতে দিচ্ছে না।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এপিসি ভবনের সভাপতি ও চেয়ারম্যান মানিক ভট্টাচার্য্যের কাছে আন্দোলনকারীরা অনুরোধ করেছেন, তাঁদের যেন টেট পরীক্ষা দিতে দেওয়া হয়। একজন ছাত্র বলেছেন, ‘‘আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না৷ আমরা টেট-এ বসতে চাই৷ আমাদের টেট-এ বসতে দেওয়া হোক৷ টেট আমাদের অগ্রাধিকার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *