কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় হেলথ বিভাগে কাজের জন্য ১৭৬৪ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পর্যায়ে নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে ‘মেডিক্যাল টেকনলোজিস্ট’, ‘ফিজিওথেরাপিস্ট’ এবং ‘ফার্মাসিস্ট’ পদে। এবার দেখে নেওয়া যাক পদগুলির বিবরণ।
(১) মেডিক্যাল টেকনলোজিস্ট গ্রেড-৩ (ল্যাব): ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। এছাড়া বি.এস.সি পাশ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছরের ডিপ্লোমা থাকলে তারাও এই পদের জন্য আবেদন যোগ্য। শূন্যপদ: ৬৩৩ (জেনারেল: ৩২৭, তফ.জাতি: ১৪০, তফ.উপজাতি: ৩৮, ওবিসি এ: ৬৪, ওবিসি বি: ৪৪, প্রতিবন্ধী: ২০)
আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি।
(২) মেডিক্যাল টেকনলোজিস্ট গ্রেড-৩ (ও.টি): ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। এছাড়া বি.এস.সি পাশ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছরের ডিপ্লোমা থাকলে তারাও এই পদের জন্য আবেদন যোগ্য। শূন্যপদ: ৫৬৬ (জেনারেল: ২৯৩, তফ.জাতি: ১২৫, তফ.উপজাতি: ৩৪, ওবিসি এ: ৫৭, ওবিসি বি: ৪০, প্রতিবন্ধী: ১৭) আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি।
(৩) মেডিক্যাল টেকনলোজিস্ট গ্রেড-৩ (ই.সি.জি): ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। এছাড়া বি.এস.সি পাশ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছরের ডিপ্লোমা থাকলে তারাও এই পদের জন্য আবেদন যোগ্য। শূন্যপদ: ২৮১ (জেনারেল: ১৪৪, তফ.জাতি: ৬৩, তফ.উপজাতি: ১৭, ওবিসি এ: ২৮, ওবিসি বি: ২০, প্রতিবন্ধী: ৯) আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি।
(৪) মেডিক্যাল টেকনলোজিস্ট গ্রেড-৩ (ক্রিটিক্যাল কেয়ার): ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। এছাড়া বি.এস.সি পাশ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছরের ডিপ্লোমা থাকলে তারাও এই পদের জন্য আবেদন যোগ্য। শূন্যপদ: ১৬৪ (জেনারেল: ৮৪, তফ.জাতি: ৩৬, তফ.উপজাতি: ১০, ওবিসি এ: ১৭, ওবিসি বি: ১২, প্রতিবন্ধী: ৫) আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি।
(৫) মেডিক্যাল টেকনলোজিস্ট গ্রেড-৩ (ই.ই.জি/ই.এম.জি): ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। এছাড়া বি.এস.সি পাশ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছরের ডিপ্লোমা থাকলে তারাও এই পদের জন্য আবেদন যোগ্য। শূন্যপদ: ১ (জেনারেল: ১) আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি।
(৬) মেডিক্যাল টেকনলোজিস্ট গ্রেড-৩ (পি এন্ড ও): ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। এছাড়া বি.এস.সি পাশ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছরের ডিপ্লোমা থাকলে তারাও এই পদের জন্য আবেদন যোগ্য। শূন্যপদ: ২ (জেনারেল: ১, তফ.জাতি: ১) আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি।
(৭) ফিজিওথেরাপিস্ট গ্রেড-৩: ফিজিক্স, কেমেস্ট্রি ও অঙ্ক/বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। ফিজিওথেরাপিতে ডিগ্রি কোর্স করা থাকলে ভালো হয়। শূন্যপদ: ৮ (জেনারেল: ৪, তফ.জাতি: ২, তফ.উপজাতি: ১, ওবিসি এ: ১) বেতনক্রম: ৭১০০-৩৭৬০০/- (গ্রেড পে ৩৬০০/-) আবেদনের সময়সীমা: ১০ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি।
(৮) ফার্মাসিস্ট গ্রেড-৩: ফিজিক্স, কেমেস্ট্রি ও অঙ্ক/বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে। ফার্মাসিতে ডিগ্রি কোর্স থাকলেও আবেদন করা যাবে।
শূন্যপদ: ৯০ (জেনারেল: ৪৫, তফ.জাতি: ২১, তফ.উপজাতি: ৫, ওবিসি এ: ৯, ওবিসি বি: ৭, প্রতিবন্ধী: ৩) বেতনক্রম: ৭১০০-৩৭৬০০/- (গ্রেড পে ৩৬০০/-) আবেদনের সময়সীমা: ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ।
(৯) ডেন্টাল টেকনিশিয়ান/ডেন্টাল মেকানিক গ্রেড-৩: ফিজিক্স, কেমেস্ট্রি ও অঙ্ক/বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ২ বছরের মেডিক্যাল ডিপ্লোমা থাকলে এই পোস্টে আবেদন করা যাবে।
শূন্যপদ: ১৯ (জেনারেল: ৮, তফ.জাতি: ৫, তফ.উপজাতি: ১, ওবিসি এ: ২, ওবিসি বি: ২, প্রতিবন্ধী: ১) আবেদনের সময়সীমা: ৬ মার্চ থেকে ১৫ মার্চ।
উক্ত সব পদগুলির জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in -এ একটি বৈধ মেইল আইডি ও সমস্ত তথ্য দিয়ে সাবমিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পুর্ন করে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে তফসিসি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না।