২৯ হাজার শিক্ষককে নিয়োগপত্র দিল সরকার, কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত!

২৯ হাজার শিক্ষককে নিয়োগপত্র দিল সরকার, কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত!

গুয়াহাটি: অসমের সবচেয়ে বড় কর্মসংস্থান। অসম সরকারের পক্ষ থেকে ২৯,৭০১ জন শিক্ষককে দেওয়া হল নিয়োগপত্র। এর মধ্যে ১৩২১৭ জন টেট পরীক্ষা দিয়ে শিক্ষক পদে নিযুক্ত হলেন। গুয়াহাটির সারুসজাই ক্রীড়া কেন্দ্রের একটি অনুষ্ঠানে এই বিশাল কর্মকাণ্ড ঘটাল অসম সরকার।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং শিক্ষা, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী ড. হেমন্ত বিশ্ব শর্মা নিজেরা দাঁড়িয়ে থেকে নতুন শিক্ষকদের নিয়োগপত্র বিতরণ করলেন। মোট নিয়োজিত পদের মধ্যে ১৬৪৮৪ পদে অসম প্রদেশের প্রাদেশিক শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। বাকি ১৩২১৭ পদে টেট পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। রাজ্যের মোট ৪২৬০টি শিক্ষাকেন্দ্রে শিক্ষকদের নিয়োগ করা হল।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অসমের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী ড. হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “আজ এই দিনটা আমাদের সকলের কাছে খুব গর্বের এবং খুশির দিন। আজ আমাদের সামনে শিক্ষকদের দুটি বিশাল দল রয়েছে। একপক্ষে রয়েছেন রাজ্যের বর্ষীয়ান শিক্ষকরা, যারা তাদের দীর্ঘদিনের কেরিয়ারের পর অবশেষে সরকারি স্বীকৃতি পেলেন। অন্যদিকে রয়েছে নতুন প্রজন্মের শিক্ষকদের একটি অংশ। তাদের মধ্যে বেশিরভাগই গত বছর তাদের পড়াশোনার শেষ করেছেন, অনেকেই এখনও পড়াশোনা করছেন। তারা তাদের চাকরির প্রথম দিন থেকেই সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন।”

 

নতুন চাকরি পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. হেমন্ত বিশ্ব শর্মাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “গত বছর ১৫ আগস্ট আমি ৫০ হাজার সরকারি পদে নিয়োগের আশ্বাস দিয়েছিলাম। শিক্ষামন্ত্রী ড. হেমন্ত এবং তার সহকর্মী ভাবেশ কালিতা দিনরাত অসম্ভব পরিশ্রম করে আমার সেই স্বপ্ন সত্যি করেছেন। এর জন্য আমি ড. হেমন্ত বিশ্বাস শর্মার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =