৫,৩২৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, শীঘ্র আবেদন করুন

৫,৩২৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, শীঘ্র আবেদন করুন

নয়াদিল্লি: খুব শীঘ্রই শেষ হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই ক্লার্ক ২০২১ রেডিস্ট্রেশন প্রক্রিয়া৷ ক্ল্যারিক্যাল পদে রেডিস্ট্রেশনের শেষ তারিখ ১৭ মে, ২০২১৷ ইচ্ছুক প্রার্থীরা এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in. এ ভিজিট করুন৷ শূন্যপদ ৫ হাজার ৩২৭৷

আরও পড়ুন- বন দফতরের নিয়োগ এবার PSC-র মাধ্যমে? বড় ভাবনা বনমন্ত্রীর

এসবিআই ক্লার্ক ২০২১ প্রিলিমিনারি এক্সাম হবে সম্ভবত জুন মাসে৷ মেন পরীক্ষা হবে ৩১ জুন, ২০২১৷ জেনারেল বিভাগের প্রার্থীদের জন্য এসবিআই পরীক্ষার ফি ৭৫০ টাকা৷ তবে এসসি/এসটি/ওবিসি/পিডব্লিউডি প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ 
 

এসবিআই ক্লার্ক ২০২১: পদের জন্য যোগ্যতা 

•    যে সকল প্রার্থী এসবিআই ক্লার্ক ২০২১ এক্সামের জন্য আবেদন করবেন, তাঁদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে৷ 
•     যে কোনও স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতন হতে হবে৷ 

প্রার্থীরা অবশ্যই জেনে রাখুন বেঞ্চমার্ক ডিসএবিলিটি থাকলে ৪ শতাংশ হরাইজেন্টাল সংরক্ষণ দেওয়া হবে৷ সেই সঙ্গে যাঁরা স্থানীয় ভাষায় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার দিয়েছেন এবং সেই সার্টিফিকেট জমা করেছেন, তাঁদের ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ভাষা সংক্রান্ত পরীক্ষা দিতে হবে না৷ 

নির্বাচিত প্রার্থীরা মাসে ১৭ হাজার ৯০০ থেকে ৪৭ হাজার ৯২০ টাকা বেতন পাবেন৷ বেসিক পে ১৯ হাজার ৯০০৷ বেসিক পে’র মধ্যে দুটি অগ্রিম ইনক্রিমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + sixteen =