থমকে আপার প্রাইমারি নিয়োগ, আরও সময় চেয়ে আদালতে SSC

থমকে আপার প্রাইমারি নিয়োগ, আরও সময় চেয়ে আদালতে SSC

dd0faff8d017fbd0193a95d629f479fa

কলকাতা:  আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আশায় বুক বেঁধে রয়েছেন কয়েক হাজার হবু শিক্ষক৷ কিন্তু আপার প্রাইমারির ইন্টারভিউ তালিকা প্রকাশ করার জন্য কলকাতা হাইকোর্টের কাছে আরও চার সপ্তাহ সময় চেয়ে আবেদন জানাল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)৷ যদিও সোমবার এই আবেদনের শুনানি হয়নি৷ বরং বিচারপতি অরিন্দম সিনহার এজলাস থেকে মামলা পাঠানো বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের রেগুলার বেঞ্চে৷ প্রসঙ্গত, এর আগে আপার প্রাইমারি সংক্রান্ত মামলায় ১০ মে’র মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসি’কে৷ 

আরও পড়ুন- সাব-এডিটর পদে দ্রুত নিয়োগ, শীঘ্র আবেদন করুন

এসএসসি’র তরফে বলা হয়েছে, তারা আদালতের নির্দেশ সম্পূর্ণভাবে মেনে চলতে প্রস্তুত৷ ২০২০-র ১১ ডিসেম্বর হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মেনে চলা হবে৷ কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আদালত অবমাননার আশঙ্কা করছে এসএসসি৷ সেই কারণেই পূর্ববর্তী নির্দেশ মডিফিকেশন করার আবেদন জানানো হয়েছে৷ আদালতের কাছে এসএসসি’র আর্জি, ইন্টারভিউ তালিকা প্রকাশ করার জন্য আরও চার সপ্তাহ সময় দেওয়া হোক তাদের৷ প্রসঙ্গত, এর আগে আদালতের নির্দেশ অনুসারে, ১০ মে-র মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ এবং তার ৮ সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্যানেল প্রকাশ করার কথা ছিল এসএসসি’র৷ বলা হয়েছিল ৩১ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের রেকমেন্ডেশন দিতে হবে৷ 

তবে সেই নিয়মে এবার কিছু হেরফের হচ্ছে৷ এ প্রসঙ্গে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ সভাপতি সুশান্ত ঘোষ বলেন, রাজ্যের কোভিড পরিস্থিতি সম্পর্কে আমরা সচেতন৷ তবে আদালতের নির্দেশ মেনে ১০ মে’র মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত না হওয়ায় এবং এ বিষয়ে এসএসসি’র তরফে কোনও বিবৃতি না দেওয়ায় মঞ্চ আশঙ্কায় ছিল৷ তবে আদালতের কাছে কমিশন আবাদন জানানোয় এটা স্পষ্ট যে আদালতের নির্দেশ সম্পর্কে তারা সচেতন৷ তাঁদের আশা, দ্রুত গ্যাজেট বিধি মেনে শূন্যপদে নিয়োগ করা হবে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *