উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে নয়া ভাবনা SSC-র! দ্রুত সমাধান

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে নয়া ভাবনা SSC-র! দ্রুত সমাধান

কলকাতা: এবার অন লাইনে ইন্টারভিউয়ের ভাবনা স্কুল সার্ভিস কমিশনের৷ অন লাইনে উচ্চপ্রাথমিকের ইন্টারভিউ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে৷ ইন্টারভিউয়ের পদ্ধতি নিয়ে হচ্ছে কথোপকথন৷ শিক্ষা দফতরের সঙ্গে এ বিষয়ে কথা বলছে স্কুল সার্ভিস কমিশন৷

উচ্চ প্রথমিকে চাকরির ইন্টারভিউ প্রক্রিয়া এখনও বাকি রয়েছে৷ করোনা পরিস্থিতিতে কী ভাবে ইন্টারভিউ হবে সে বিষয়ে আবেদন জানিয়েছিল এসএসসি৷ সেই সঙ্গে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার জন্য এক মাস সময়ও চাওয়া হয়েছিল৷ সেই সময়সীমা আজই শেষ হচ্ছে৷ এসএসসি সূত্রে খবর উচ্চপ্রাথমিকে চাকরির ইন্টারভিউ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে এসএসসি৷ ইতিমধ্যেই স্কুল শিক্ষা সচিব মনীশ জৈনের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে এসএসসি আধিকারিকদের৷ কী ভাবে অনলাইনে ইন্টারভিউ নেওয়া যায়, সেই বিষয়েও বিশদে আলোচনা হয়েছে৷ এদিকে আজই শেষ হচ্ছে আদালতে দেওয়া এসএসসি’র সময়সীমা৷ তাই অনলাইনে ইন্টারভিউ কী ভাবে নেওয়া যায় সেই চিন্তা ভাবনাও চলছে৷ কমিশন সূত্রে খবর, এই বিষয়ে স্কুল শিক্ষা দফরের সঙ্গে কথা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fifteen =