প্রায় ৫০০টি শূন্যপদে পুলিশে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি সরকারের!

প্রায় ৫০০টি শূন্যপদে পুলিশে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি সরকারের!

নয়াদিল্লি: পুলিশের চাকরিতে আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ওড়িশা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সম্প্রতি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ শুরু করেছে তারা। যোগ্য প্রার্থীরা ওড়িশা পুলিশের অফিসিয়াল ওয়েবসাই odishapolice.gov.in-এ গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে  প্রার্থীকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। ৪৫০টিরও বেশি শূন্যপদ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ওড়িশা সরকার৷ আবেদন জমা করার শেষ তারিখ কবে তা নিয়ে বিশদ তথ্য নিচে দেওয়া হল।
 

তারিখ:
এই পদে আবেদন শুরু হয়েছে ২২ জুন ২০২১ থেকে। ১৫ জুলাই ২০২১ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে৷ নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। ৬ অগস্ট থেকে ১৬ অগস্টের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শূন্যপদ:
ওড়িশা পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য মোট শূন্যপদ ৪৭৭টি।

 

যোগ্যতা:
প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিভাগে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যিক৷ আগ্রহী প্রার্থীদের ২০২১ সালের ১ জানুয়ারির হিসাবে ২৫ বছর বয়স হতে হবে। এর থেকে কম বয়সের আবেদনকারীকে যোগ্য বলে বিবেচনা করা হবে না।

 

নির্বাচন প্রক্রিয়া:
এই পদের জন্য প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। লিখিত পরীক্ষাটির পোশাকি নাম কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট এক্সামিনেশন। মৌখিক ও ফিজিক্যাল টেস্ট হবে না।

 

আবেদন ফি:
শুধুমাত্র এসসি এবং এসটি ক্যাটগরির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না৷ এছাড়া জেনারেল সহ অন্য সব আবেদনকারীকে ২৮৫ টাকা আবেদন ফি অনলাইনে জমা করতে হবে। দ্রুত আবেদন করতে বলা হয়েছে। তারিখ সংক্রান্ত কোনও আপডেট থাকলে জানিয়ে দেওয়া হবে। আরও অন্য তথ্যের জন্য প্রার্থীকে odishapolice.gov.in-এ দেখার পরামর্স দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *