স্কুলে ১০,৪৫৩ কম্পিউটার ইনস্ট্রাকটর পদে নিয়োগ

স্কুলে ১০,৪৫৩ কম্পিউটার ইনস্ট্রাকটর পদে নিয়োগ

রাজস্থান: সরকারি স্কুলগুলিতে শিক্ষার মান উন্নয়নে নয়া পদক্ষেপ করল রাজস্থান সরকার। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার মান বাড়াতে স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি সূত্রে খবর, এই পদে মোট ১০,৪৫৩ জন প্রার্থী নিয়োগ করা হবে বলে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রাজস্থান সরকার।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, বেসিক কম্পিউটার ইনস্ট্রাকটর পদে ৯,৮৬২ জন ও সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাকটর পদে মোট ৫৯১ জন প্রার্থী নিযুক্ত হবে সরকারি স্কুলগুলিতে৷ প্রত্যেকের সঙ্গেই চুক্তিপত্র সই করে তারপর নিয়োগ করা হবে। বেসিক কম্পিউটার ইনস্ট্রাকটর পদে নিযুক্ত প্রার্থীদের বেতন ও যোগ্যতা তথ্য প্রযুক্তি বিভাগের তথ্য সহায়ক পদের সমান হবে৷ যেসব প্রার্থীদের সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাকটর পদে নিযুক্ত করা হবে, তাঁদের বেতন ও যোগ্যতা তথ্য প্রযুক্তি বিভাগের সহকারি প্রোগ্রামার পদের সমান হবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে যেগুলি পরীক্ষায় ভালো ফল করেছে,  সেগুলিতে একজন করে সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাকটর নিয়োগ করা হবে।

সরকারি বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাকটর পদের জন্য আবেদনকারীদের মধ্যে ৭৫% প্রার্থীকে সরাসরি নিয়োগ করা হবে এবং যাঁরা আগে থেকে যুক্ত রয়েছেন, সেই ২৫% কর্মীকে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়ার পর পদোন্নতি করা হবে৷ বেসিক কম্পিউটার ইনস্ট্রাকটর পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ১৮,৫০০ টাকা বেতন পাবেন৷ যেসব প্রার্থীদের সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাকটর পদের জন্য মনোনীত করা হবে, তাঁদের প্রতি মাসে ২৩,৭০০ টাকা করে বেতন দেওয়া হবে৷ আর ইতিমধ্যেই যাঁরা রয়েছে, তাঁদের পদোন্নতি করে সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাকটর পদে নিয়োগ করে প্রতি মাসে ৩৩,৮০০ টাকা বেতন দেওয়া হবে৷

সরকারি এক মুখপাত্র বলেছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার মানোন্নয়ন হবে৷ এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতিতে বেকারত্বের হার বাড়তে থাকায়, যুবক-যুবতীরা চুক্তিবদ্ধ হলেও, সরকারি পদে চাকরির সুবিধা পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *