নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (ইপিএফও) এনফোর্সমেন্ট অফিসার/ অ্যাকাউন্ট অফিসার নিয়োগ পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর৷ নতুন বিজ্ঞপ্তি জারি করে একথা জানাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর আগে ৯ মে পরীক্ষা হওয়ার কথা ছিল৷ ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নোভাল অ্যাকাডেমি পরীক্ষাও একই দিনে হওয়ার কথা থাকলেও, সেটি পিছিয়ে দেওয়া হয়েছে ১৪ নভেম্বর৷
এপ্রিল মাসে করোনার দ্বিতীয় ইনিংস শুরু হতেই তড়িঘড়ি কমিশন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়৷ পরীক্ষার নতুন দিন ঘোষণা করলেও এক্ষেত্রে প্রার্থীরা আগের অ্যাডমিট কার্ডেই পরীক্ষা দিতে পারবেন নাকি আবার নতুন কার্ড দেওয়া হবে, যে সংগ্রহ করেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের, সে ব্যাপারে এখনও কিছুই স্পষ্ট করে বলেনি কমিশন৷ তবে এই বিষয়টি খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইউপিএসসি ইপিএফও-র লিখিত পরীক্ষার সময় দু’ ঘণ্টা ধার্য করা হয়েছে৷ সব প্রশ্ন হবে অবজেকটিভ টাইপের, যা ইংরেজি এবং হিন্দিতে করা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে, প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ অনুপাত ধরা হবে ৭৫:২৫।
এই পরীক্ষায় সফল প্রার্থীরা এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এ এনফোর্সমেন্ট অফিসার বা অ্যাকাউন্টস অফিসার পদে চাকরি পাবেন৷ মোট ৪২১টি শূন্যপদ রয়েছে, যা এই পরীক্ষার মাধ্যমে প্রার্থী মনোনয়ন করে পূরণ করা হবে।