কলকাতা ট্যাঁকশালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

কলকাতা ট্যাঁকশালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কলকাতা ট্যাঁকশালে একাধিক কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ কতদিনের মধ্যে কীভাবে আবেদন করতে হবে, তা বলে কেন্দ্রীয় সরকারের তরফে বলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমাও জানিয়ে দেওয়া হয়েছে। সুপারভাইজার এবং এনগ্রেভার পদে প্রার্থী নেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ 
 

মোট শূন্যপদ 
সুপারভাইজার – ১ ২ এবং এনগ্রেভার – ৬ 

 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা 
সুপারভাইজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের হিন্দি বা ইংরাজিতে মাস্টার ডিগ্রি থাকা বাধ্যতামূলক (দুই বিষয়ের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে স্নাতক স্তরে পারস্পরিক আদানপ্রদান)। সরকারি কাজে হিন্দি থেকে ইংরাজি বা ইংরাজি থেকে হিন্দি অনুবাদের এক বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
এনগ্রেভার পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি (স্কাল্পচার/মেটাল ওয়ার্ক/পেইন্টিং) থাকতে হবে। 
২০২১ সালের ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। 

 

বয়স 
সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। 
এনগ্রেভার পদে চাকরি প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছর হতে হবে। 
সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় দেওয়া হবে। 

 

নির্বাচন পদ্ধতি ও আবেদন 
১) প্রার্থী নির্বাচন করতে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে৷ 
২) https://igmkolkata.spmcil.com/Interface/Home.aspx এই ওয়েবসাইটে গিয়ে এ ব্যাপারে বিশদে জানা যাবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। 
৩) ইচ্ছুক প্রার্থীর বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে৷ 
৪) আবেদন করার শেষ তারিখ আগামী ২০ জুলাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =