নেহরু যুব কেন্দ্রে প্রজেক্ট অফিসার পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

নেহরু যুব কেন্দ্রে প্রজেক্ট অফিসার পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

কলকাতা: রাজ্যের নেহরু যুব কেন্দ্র প্রতিষ্ঠানে পাঁচজন ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে। পাঁচটি শূন্যপদ রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মালদায়। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী ২ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারেন৷
 

যোগ্যতা:
যে কোনও শাখায় স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনকারীদের জলপ্রকল্প, দূষণ নিয়ন্ত্রণ, স্বচ্ছ ভারত মিশন, পরিবেশ-সংক্রান্ত যে কোনও প্রকল্পে কাজের ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

বেতন:
এই পদে যাঁদের নিযুক্ত করা হবে,  তাঁরা প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন পাবেন।

 

বয়স:
১ জানুয়ারি, ২০২১ তারিখ হিসেবে সর্বোচ্চ ৩৫ বছরের ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারেন।

 

আবেদনের পদ্ধতি:
মেল আইডি কিংবা নির্দিষ্ট ঠিকানায় আবেদন করা যাবে৷
হাওড়ার আবেদনকারীরা dyc.howrah1@gmail.com  ইমেল আইডি মারফত অথবা পি-১২৩, সদর বক্সি লেন, হাওড়া: ৭১১১০১ ঠিকানায় আবেদনপত্র জমা করতে পারেন।
নদিয়ার আবেদনকারীরা dyc.nadia1@gmail.com ইমেল আইডিতে বা ১১৫, বেজিখালি লেন, কৃষ্ণনগর: ৭৪১১০১ ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারেন।
উত্তর ২৪ পরগনার আবেদনকারীরা dyc.noth.24parganas@gmail.com  ইমেল আইডি মারফত অথবা ৫৮ কেএনসি রোড, নয়ন কানন, বারাসত: ৭০০১২৪ ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারেন।
পূর্ব মেদিনীপুরের আবেদনকারীরা tamluknyk@gmail.com ইমেল আইডি কিংবা পাদুমবাসন, পূর্ব মেদিনীপুর: ৭২১৬৩৬ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।
মালদহের আবেদনকারীরা dyc.malda1@gmail.com ই-মেল আইডিতে কিংবা স্টেশন রোড, মালদহ: ৭৩২১০১ ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারেন।

 

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের https://nyks.nic.in  ওয়েবসাইটে লক্ষ্য রাখতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *