ভারতীয় সেনায় মহিলা কর্মী নিয়োগ, বেতন মিলবে ৪৫ হাজার টাকা

ভারতীয় সেনায় মহিলা কর্মী নিয়োগ, বেতন মিলবে ৪৫ হাজার টাকা

নয়াদিল্লি: মাধ্যমিক উত্তীর্ণ মহিলারা এবার ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবেন৷ তবে উচ্চতা ১৫২ সেন্টিমিটারের বেশি হতে হবে৷ ভারতীয় সেনা ১০০ মহিলা কর্মী নিয়োগ করবে ১০০ মহিলা কর্মী। 
 

মোট শূন্যপদ 

১০০ (মহিলা মিলিটারি পুলিশ)
 

বেতন

এই পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে।
 

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য দশম শ্রেণি উর্ত্তীর্ণের ক্ষেত্রে মোট নম্বরের গড় ৪৫ শতাংশের বেশি হতে হবে৷ এছাড়াও প্রত্যেক বিষয়ে ৩৩ শতাংশ নম্বর থাকা প্রয়োজন৷ তাহলেই এই পদে আবেদন করা যাবে।
 

শারীরিক গঠন

এই পদে আবেদনকারীদের উচ্চতা হতে হবে ১৫২ সেন্টিমিটার বা তার বেশি।
 

বয়স 

১ অক্টোবর ২০০২ থেকে ১ এপ্রিল ২০০৪-এর মধ্যে জন্মানো মহিলারাই এই পদে আবেদন করতে পারবেন।
 

নিয়োগের পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমেই হবে নিয়োগ। রেজিস্ট্রার্ড মেলে ব়্যালির অ্যাডমিট কার্ড যাবে। ব়্যালি অনুষ্ঠিত হতে পারে আম্বালা, লখনউ, জব্বলপুর, পুনে ও শিলংয়ে৷ জায়গা পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে৷
 

আবেদনের পদ্ধতি

এই পদে চাকরি করতে ইচ্ছুক মহিলারা ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন। সেটি পরে কাজে লাগতে পারে।
 

আবেদনের শেষ তারিখ

২০ জুলাই ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *