TET: মঙ্গলে কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট, পুজোর আগেই ফলাফল, ঘোষণা সংসদের

TET: মঙ্গলে কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট, পুজোর আগেই ফলাফল, ঘোষণা সংসদের

কলকাতা:  রাজ্যে শিক্ষক নিয়োগের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈক করে জানানো হল, পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধ পরিকর পর্ষদ৷ 

আরও পড়ুন- ভারতীয় সেনায় মহিলা কর্মী নিয়োগ, বেতন মিলবে ৪৫ হাজার টাকা

এদিন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য বলেন, নির্বাচনের আগেই কিছুটা নিয়োগ পক্রিয়া সম্পন্ন হয়েছিল৷ ৫ হাজার ৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল৷ তাঁদের মধ্য ৫ হাজার ১৪৬ জন ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন৷ এখন যে ১০ হাজার ৫০০ শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে,  তার জন্য আগামী মঙ্গলবার কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করা হবে৷ কী ভাবে, কোথায় কাউন্সিলিং হবে, সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হবে৷ কাউন্সিলিংয়ের পরেই প্যানেল তৈরি করা হবে৷ এর পর জেলা ভিত্তিক রেকমেন্ডেশন পাঠিয়ে চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানান মানিকবাবু৷  

তিনি আরও বলেন, চাকরিপ্রার্থীরা নানা ভাবে বিভ্রান্ত হয়ে থাকেন৷ তাঁদেরও অনেক বক্তব্য থাকে৷ তাঁদের নিশ্চিন্ত করতে বোর্ড এবং স্কুল শিক্ষা দফতর সময়ে সময়ে ওয়েবসাইটে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিটি বিষয় জানিয়ে দেবে৷ বিভ্রান্তকর প্রচারের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার আর্জিও জানান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান৷ 

আরও পড়ুন- কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ, বুধে ইন্টারভিউ

এছাড়াও তিনি জানান, চলতি বছর জানুয়ারি মাসে রাজ্য তৃতীয় দফা টেট পরীক্ষা নেওয়া হয়েছিল৷ তাতে আড়াই লক্ষ প্রশিক্ষিত প্রার্থী অংশ নিয়েছিলেন৷ সেই পরীক্ষার ফলও পুজোর আগে প্রকাশ করা হবে৷ চলতি বছর ফলপ্রকাশের আগে সমস্ত উত্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ এর পরেই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে৷ গোটা প্রক্রিয়াটাই পুজোর আগে সম্পন্ন হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *