রামপুরহাট: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রামপুরহাটের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। আবেদন করার শেষ দিন, পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷ ২৪ জুন ২০১২ থেকে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে৷ আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ জুলাই ২০২১৷
মোট শূন্যপদ : ৮
শূন্যপদগুলি হল
জেলা পিডিএমটি এবং টিবি/এইচআইভি কোঅর্ডিনেটর
টিউবারকুলোসিস হেলথ ভিসিটর
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
সাইক্রিয়াটিক নার্স/কমিউনিটি নার্স
স্টাফ নার্স
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
জেলা পিডিএমটি এবং টিবি/এইচআইভি কোঅর্ডিনেটর পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি ছাড়াও কম্পিউটার অপারেশনে দু’ মাসের সার্টিফিকেট কোর্স করা আবশ্যিক৷ সেই সঙ্গে দু’ চাকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
টিউবারকুলোসিস হেলথ ভিসিটর পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক বা ইন্টারমিডিয়েট (১০+২) ডিগ্রি থাকতে হবে। এমপিডব্লু/এএনএম/এলএইচভি/স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। হেলথ এডুকেশনে সার্টিফিকেট কোর্স বা টিউবারকুলোসিস হেলথ ভিসিটার স্বীকৃত কোর্স করা ছাড়া ন্যূনতম ২ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকা জরুরি।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদন করার জন্য এমবিবিএস হওয়া বাধ্যতামূলক৷
সাইক্রিয়াটিক নার্স/কমিউনিটি নার্স পদে আবেদন করতে হলে সাইক্রিয়াটিক নার্সিংয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। কমিউনিটি নার্সের ক্ষেত্রে জিএনএম কোর্স করা হতে হবে।
স্টাফ নার্স পদে আবেদনের জন্য জিএনএম ট্রেনিং কোর্স/বিএসসি নার্সিং কোর্স করা হতে হবে।
বয়স
জেলা পিডিএমটি এবং টিবি/এইচআইভি কোঅর্ডিনেটর পদে ২২ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
টিউবারকুলোসিস হেলথ ভিসিটর পদেও ২২ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য বয়সের উর্ধ্বসীমা ৬২ বছর।
সাইক্রিয়াটিক নার্স/কমিউনিটি নার্স পদে আবেদনের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর।
স্টাফ নার্স হিসেবে কাজের জন্য বয়সের উর্ধ্বসীমা ৬৪ বছর।
আবেদনের ফি
জেনারেল ক্যাটাগরির জন্য ১০০ টাকা৷
এসসি/এসটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০ টাকা৷
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা নেওয়া হবে৷
অভিজ্ঞতার ওপর নম্বর থাকবে৷
আবেদনের পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে।
সব নথি এবং ছবি সহ আবেদন পাঠানোর ঠিকানা অফিস অব চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ, ওল্ড আউটডের ক্যাম্পাস, কামারপোট্টি মোড়, রামপুরহাট, ডিস্ট. বীরভূম, পিন-৭৩১২২৪৷