অয়েল ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

অয়েল ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

নয়াদিল্লি: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে অয়েল ইন্ডিয়া লিমিটেড। অনলাইনে আবেদন করা যাবে। ১ জুলাই থেকে আবেদনের প্র
ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৫ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে৷

 

মোট শূন্যপদ : ১২০টি
 

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের কোনও সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৪০% নম্বর নিয়ে যে কোনও শাখায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে অন্তত ৬ মাসের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণের সার্টিফিকেট বা ডিপ্লোমা করা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদির কাজ মোটামুটি জানা জরুরি৷

 

বয়স:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
এসসি, এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

 

আবেদনের ফি :
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা। এসসি, এসটি, ইডব্লিউএস, পিএইচ, এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে আবেদন করতে কোনও টাকা লাগবে না।

আবেদনের পদ্ধতি
অয়েল ইন্ডিয়া লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট https://www.oil-india.com এ যান। 
সেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর যে ফর্মটি স্ক্রিনে আসবে তা ফিল-আপ করুন।
মোবাইল নম্বরেই ওটিপি আসবে। তাই ব্যবহার করেন এমন মোবাইল নম্বরই ফর্মে দেবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *