নয়াদিল্লি: সংসদ টিভি ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২১-এ এখুনি আবেদন করুন৷ আবেদন করার শেষ তারিখ ১৫ জুলাই ২০২১। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা লোকসভার ওয়েবসাইটে যান এবং আবেদন করুন৷ সংসদ টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণার কাজে সাহায্যের জন্য বিভিন্ন পদে ইন্টার্ন নিয়োগ করা হবে। আগে আইন, অর্থনীতি, বিজনেস ম্যানেজমেন্ট, জার্নালিজম, আর্টস, ইতিহাসে অভিজ্ঞতা আছে, এমন প্রার্থীরাই আবেদন করতে পারেন।
ইন্টার্নশিপের সময়সীমা
ইন্টার্নশিপের জন্য উত্তীর্ণদের ছ’ মাসের জন্য নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
দু’টি স্তরে বাছাই পর্ব চলবে ইন্টার্নদের নিয়োগ করার ক্ষেত্রে৷ প্রথমে স্ক্রিনিং করা হবে। তার পর সিলেকশন কমিটি চূড়ান্ত বাছাই করবে। সেই বাছাই পর্বে আবেদনকারীদের কর্মদক্ষতা, অতীতের কর্ম অভিজ্ঞতা, অ্যাকাডেমিক রেকর্ড খতিয়ে দেখে তার পরেই নিয়োগ হবে।
স্টাইপেন্ড
ইন্টার্ন হিসেবে নিযুক্তদের ইন্টার্নশিপ চলাকালীন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। তবে স্টাইপেন্ডের অঙ্কটা স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নেবে। তবে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টার্নদের থাকার ব্যবস্থা করার দায়িত্ব সংসদ টিভি কর্তৃপক্ষের নয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ইন্টার্নশিপের সুযোগ পাওয়া ব্যক্তিদের নিজেদেরকেই থাকার ব্যবস্থা করতে নিতে হবে। ইন্টার্নশিপ চলাকালীন তাঁদের সকলকে দিল্লিতে থাকতে হবে। ইন্টার্নশিপ শেষ হওয়ার পর প্রত্যেক ইন্টার্নকে একটি করে ডিটেল ওয়ার্ক রিপোর্ট জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা sansadtvintern@gmail.com মেল আইডিতে করে আবেদনপত্র পাঠাতে পারেন। । এছাড়া ইচ্ছুকরা ডাক যোগেও আবেদনপত্র পাঠাতে পারেন। ডাকে আবেদন পাঠানোর ঠিকানাটি হল ডিরেক্টর (সংসদ টিভি), রুম নং ৩০৩, তালকাটোরা স্টেডিয়াম অ্যানেক্স, নয়াদিল্লি৷ যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা বিজ্ঞাপনটি বিস্তারিত পড়ে তার পরেই আবেদন করবেন!