মোটর ভেহিকল ইনস্পেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ

মোটর ভেহিকল ইনস্পেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ

চেন্নাই: তামিলনাডু মোটর ভেহিকল ইনস্পেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাডু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওই পদে নিয়োগ করার কথা থাকলেও, আপাতত তা স্থগিত করা হয়েছে। ২২৬টি শূন্যপদ আবেদন করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ১৯ জুলাই ২০২১ থেকে ওই পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পর তা আপাতত স্থগিত হয়ে গেল৷ বাছাই প্রক্রিয়ায় বাতিল হয়ে যাওয়া প্রায় ৫০ জন প্রার্থী রিট পিটিশন  দাখিল করেছিলেন মাদ্রাজ হাইকোর্টে৷ তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি এস এস সুন্দর  ৭ তারিখ এই নির্দেশ দেন৷ 

মামলার আবেদনকারীদের তরফে আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, বাছাই করা ২২৬ জন প্রার্থীর মধ্যে অনেকের পাবলিক সার্ভিস কমিশনের মোটর ভেহিকল ইনস্পেক্টর পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতামান নেই। সেজন্য তাঁদের নিয়োগ বাতিল করতেই মামলা দায়ের হয়েছিল। এমনকি আগে উত্তীর্ণ হওয়া কয়েকজনকে এবার নিয়োগ করা হচ্ছে না। সেই বিষয়টাও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার শুনানির সময় বিচারপতি জানান, আদালতের কাছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে জানানো হয়েছে। এমনকি ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাওয়া ২২৬ জন  প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য মামলাকারীদের সামনে আনার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে।

চলতি মাসের ১ তারিখ তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞাপন প্রকাশ করে জানিয়েছিল, ১৯ জুলাই থেকে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। কিন্তু ওই ইন্টারভিউ প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছ হাইকোর্ট। মামলা নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনও ইন্টারভিউ হবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত৷ পরবর্তী শুনানির দিন আদালত সিদ্ধান্ত নেবে যে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ করা হবে কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *