কলকাতা: উচ্চপ্রাথমিকের দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর৷ সোমবার থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ৷ অন্যদিকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যাবতী তথ্য পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইটে৷ আদালতের নির্দেশ মেনে হবে নিয়োগ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, অনলাইন কাউন্সেলিং শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই নতুন প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাবেন। প্রার্থীরা যে জেলায় শিক্ষকতা করতে চান, সেই জেলার নাম কাউন্সেলিংয়ের সময় অনলাইনে জানাতে হবে৷
আরও পড়ুন- উচ্চ প্রাথমিক: শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ ঘোষণা ব্রাত্যের
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, উচ্চ প্রাথমিকে ১২টি বিষয়ে মোট ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে টেট পরীক্ষার নম্বর ও আপার প্রাইমারির প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে৷ প্রার্থীদের কাউন্সিলিং শুরু হবে ১৯ জুলাই থেকে৷ আজ থেকেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট বা পোর্টাল থেকে ইন্টারভিউ সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে৷ ৪ অগাস্ট পর্যন্ত ইন্টারভিউ চলবে৷ কোভিড বিধি মেনে ইন্টারভিউ নেওয়া হবে৷ একাধিক লপ্তে হবে ইন্টারভিউ৷ হেল্পলাইন নম্বর হল- ৯০৫১১৭৬৫০০, ৯৮৩০৪৫৪২১৮, ৯৮৩০৪৫৪২১৯৷ তথ্য জানা যাবে www.westbengalssc.com-এ৷ উচ্চ প্রাথমিকে শূন্যপদ ১৪ হাজার ৩৩৯৷
শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে অনেক আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরেই আইনি জটিলতা শুরু হয়। চাকরিপ্রার্থীদের একাংশ আদালতের দারস্থ হয় নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার অভিযোগ তুলে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনে বেঞ্চের দ্বারস্থ হয় বেশ কিছু চাকরিপ্রার্থী৷ সেই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার ২০ জুলাই৷ অভিযোগকারীদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই ভুলে ভরা এবং অস্বচ্ছ। তাই এই প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় তারা বিরোধিতা করছে। এই অভিযোগের ভিত্তিতেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে তারা৷ এই মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌগত ভট্টাচার্যের বেঞ্চে৷