পশ্চিম-মধ্য রেলে একাধিক শূন্যপদের বিজ্ঞপ্তি

পশ্চিম-মধ্য রেলে একাধিক শূন্যপদের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: বেশ কয়েকটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিম মধ্য রেলওয়ে, জব্বলপুর রিক্রুটমেন্ট সেল। যে শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশ হয়েছে তার সবকটি এনটিপিসি পদ অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। মোট ৩৮টি শূন্যপদের জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে৷ ওই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে । মূলত অপারেটিং বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞাপন বেরিয়েছে। ২৫ জুলাই, ২০২১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে৷

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে, ‘উত্তীর্ণ প্রার্থীদের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে বা পশ্চিম মধ্য রেলওয়েতে নিয়োগ করা হবে। কেউ সেখান থেকে বদলি হতে চাইলেও, তা মঞ্জুর করা হবে না।’ যোগ্য ও আগ্রহী প্রার্থীদের পশ্চিম মধ্য রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আরআরসি এনটিপিসি পদে আবেদনের জন্য https://wcr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে৷ 
 

আবেদনের পদ্ধতি
প্রথমে ইন্ডিয়ান রেলের ওয়েবসাই wcr.indianrailways.gov.in এ ঢুকলেই দেখতে পাবেন জিডিসিই ২০২১ নোটিফিকেশন। তার ওপর ক্লিক করলে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন অপশন। ওই অপশনে ক্লিক করলেই একটি অন্য উইন্ডো খুলে যাবে, যেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে৷ ওই ফর্মটি সঠিক ভাবে পূরণ করে সেটিকে সাবমিট করলেই হবে৷

 

নির্বাচন প্রক্রিয়া
আবেদনপত্র জমা দেওয়া প্রার্থীদের প্রথমে ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে। এটি মূলত কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে। কোনও আরপিএফ বা আরপিএসএফ কর্মীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তবে উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন  রেলকর্মী, যাঁদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন জিডিসিই-র কম তাঁরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *