নয়াদিল্লি: রাষ্ট্রীয় ইন্ডিয়া মিলিটারি কলেজ বা আরআইএমসিতে মোট ১৩টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। সাধারণ সাদা কাগজে লিখে আবেদন করলেই হবে। টাইপ করে কিংবা হাতে লিখে আবেদন করতে পারেন প্রার্থীরা। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত তথ্য রাষ্ট্রীয় ইন্ডিয়া মিলিটারি কলেজ, দেরাদুনে পোস্ট করে পাঠাতে হবে। আবেদনপত্র ও যাবতীয় তথ্যের ফটোকপি দ্য কম্যান্ডান্ট, আরাইএমসি দেরাদুন, উত্তরাখণ্ড, পিন-২৪৮০০ ঠিকানায় পাঠাতে৷
শূন্যপদের বিবরণ
লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কুক এবং মশালচি পদে একটি করে শূন্যপদ রয়েছে। গ্রাউন্ডসম্যান পদে চারটি শূন্যপদ রয়েছে। ডর্মিটরি বেয়ারা পদে তিনটি শূন্যপদ রয়েছে। মেস ওয়েটার দু’টি পদ খালি রয়েছে৷
বয়স
১৩টি শূন্যপদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর৷
আবেদনের শেষ তারিখ
রাষ্ট্রীয় ইন্ডিয়া মিলিটারি কলেজে বিভিন্ন পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে যাবতীয় তথ্য সহ আবেদন করতে হবে। ওই ১৩টি শূন্যপদে আবেদনের জন্য ৩ জুলাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৩ জুলাই থেকে ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু এলাকার প্রার্থীদের আবেদনের জন্য ছাড় দেওয়া হয়েছে। যেমন উত্তর-পূর্বাঞ্চল, লাদাখ, লাহাউল, পাঙ্গির স্পিটি ডিভিশন, হিমাচলের চাম্বা জেলা, আন্দামান এবং নিকোবর এবং লাক্ষাদ্বীপ। এই সব এলাকার আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপন প্রকাশের ৫২ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া
মেধার ওপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। লিখিত এবং কারিগরি দক্ষতায় সফল প্রার্থীদের নিয়োগ করা হবে৷ আবেদনের আগে বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷