ভারতীয় সেনার রিক্রুটমেন্ট ব়্যালি হবে সিমলায়

ভারতীয় সেনার রিক্রুটমেন্ট ব়্যালি হবে সিমলায়

নয়াদিল্লি: রিক্রুটমেন্ট ব়্যালির আয়োজন করতে চলেছে ভারতীয় সেনা। আগামী বছরই এই ব়্যালি অনুষ্ঠিত হতে চলেছে। সিমলায় আর্মি রিক্রুটমেন্ট ব়্যালি আয়োজন করা হবে। ভারতীয় সেনা একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, ২০২২ সালে এটি হিমাচলপ্রদেশের সিমলা, সিরমৌর, সোলান ও কিন্নরের প্রীতি মিলিটারি স্টেশন, আভেরিপট্টি, রামপুর ভূষণে ব়্যালির আয়োজন করা হবে। সেজন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
 

শূন্যপদ:
এই বিভাগে মোট ক’টি শূন্যপদ রয়েছে, সে বিষয়ে ভারতীয় সেনার তরফে কিছু বলা হয়নি। তবে জানা গিয়েছে, সোলজার জেনেরাল ডিউটি পদ, সোলজার ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যাল ও সোলজার ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে।

 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই রিক্রুটমেন্ট ব়্যালিটি ২ মার্চ ২০২২ সাল থেকে শুরু করে ১৪ মার্চ ২০২২ পর্যন্ত  আয়োজিত হবে।
সূত্রের খবর, ২০২২ সালেরই নভেম্বর ৬ থেকে ১৬ তারিখ সিপাই ফার্মা ক্যাটেগরিতে সিমলাতেই নিয়োগ হবে। প্রথমটির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৮ অগস্ট, ২০২১। অনলাইনে পাওয়া ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করা যাবে এক্ষেত্রে একটি রিক্রুটিং বছর তথা এক বছর ১ এপ্রিল থেকে পরের বছর ৩১ মার্চের মধ্যে একটি মাত্র পদের জন্য রেজিস্ট্রেশন করা যাবে এবং একটি পদেই অংশ নিতে পারবেন আবেদনকারীরা৷
রেজিস্ট্রেশনের জন্য কোনও ফি দিতে হবে কি না তা বলা হয়নি। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সের বিষয়েও উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে ভারতীয় সেনার তরফে এবছরই এই সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে শুধুমাত্র আগামী বছরে ব়্যালির দিন ঘোষণা করেছে ভারতীয় সেনা।
এই সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখানেই অন্যান্য পদে নিয়োগ সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *