আমদাবাদ: সম্প্রতি গুজরাত হাইকোর্টে ডেপুটি সেকশন অফিসার পদে লোক লাগবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ আবেদন ১৬ জুলাই থেকে প্রক্রিয়া শুরু হবে। ৬ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এই পদের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের গুজরাত হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে৷ প্রিলিমিনারি পরীক্ষার হতে পারে রবিবার, ১০ অক্টোবর। মেইন পরীক্ষা ডিসেম্বর, ২০২১-এ হওয়ার কথা জানা গিয়েছে।
পদের সংখ্যা:
৬৩
বয়স:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকা বাঞ্ছনীয়৷ প্রার্থীদের কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং তা অবশ্যই রাজ্য সরকারের অধীনে থাকা কোনও সংস্থা থেকে সার্টিফায়েড হতে হবে।
আবেদন ফি: এসসি, এসটি, শিক্ষাগত ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, বিশেষ ভাবে অক্ষম শ্রেণি এবং এক্স-সার্ভিসম্যানদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ব্যাঙ্ক চার্জ সহ ৩৫০ টাকা এবং অন্যান্যদের ৭০০ টাকা লাগবে।
পরীক্ষা পদ্ধতি:
পুরো পরীক্ষাটি দু’টি ভাগে হবে৷ এলিমিনেশন টেস্ট এবং মেইন রিটেন টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
গুজরাত হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনের লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে। তাতে সমস্ত তথ্য পূরণ করে অনলাইনে আবেদন পত্রটি সেভ করে রাখার পর আর একটি নতুন উইন্ডো খুলে গেলে বুঝতে হবে আবেদনপত্রটি ঠিকঠাক সেভ হয়েছে। আবেদনপত্রের নম্বর ও ডিওবি দিয়ে লগ ইন করতে হবে। ছবি, সিগনেচার এবং অন্যান্য তথ্য আপলোড করে কনফার্ম অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর যে কনফার্মেশন নম্বরটি দেখাবে, তা লিখে রাখতে হবে৷
আবেদন ফি:
প্রার্থীরা অফলাইন এবং অনলাইনে ফি জমা দিতে পারেন। অফলাইনে ফি জমা দিতে দিতে হলে এসবিআই ইপে-র মাধ্যমে দুই কপি চালান প্রিন্ট করতে হবে এবং চালানসহ এসবিআইয়ের যে কোনও শাখায় গিয়ে ফি জমা করলেই হবে৷