অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগ

ওড়িশা: অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করল ওডিশা পাবলিক সার্ভিস কমিশন৷ মোট ৩২০টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের ওড়িশার বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হবে।  ওডিশা পাবলিক সার্ভিস কমিশন বা ওপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট opsc.gov.in এ গিয়ে পুরো বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে সেখান থেকেই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গিয়েছে ২৩ জুলাই থেকে। আবেদন করার শেষ দিন ২৩ অগস্ট ২০২১। 
 

শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সঙ্গে পিএইচডি ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। একই সঙ্গে কোনও বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের অন্তত ৮ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা অথবা গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স
ওডিশা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে আবেদন করতে হলে বয়স অন্তত ২১ বছর হতে হবে।

 

বাছাইপর্ব
অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগের জন্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সমস্ত নির্দেশ মেনে কাজ করা হবে। ইউজিসির নিয়ম অনুযায়ীই প্রার্থী বাছাই করা হবে। প্রথম দফায় নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাকা হবে। 

 

আবেদন ফি
অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগের জন্য আবেদন করতে হলে ৪০০ টাকা ফি জমা দিতে হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

 

অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগ করা হবে কোন কোন বিষয়ে?
ইংরেজি, ফিজিক্স, আইন, অর্থনীতি, ধর্ম শাস্ত্র সহ প্রায় ৫০টি বিষয়ে বিষয়ে প্রফেসার নিয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =