ফ্রেশারদের চাকরির প্রতিশ্রুতি আইটি সংস্থাগুলির

ফ্রেশারদের চাকরির প্রতিশ্রুতি আইটি সংস্থাগুলির

কলকাতা: চলতি অর্থবর্ষে (২০২১-২২) ফ্রেশারদের চাকরির বড়সড় সুযোগ রয়েছে। এমনটাই জানা গিয়েছে দেশের তিনটি বড় আইটি সংস্থার প্রথম ত্রৈমাসিক রিপোর্ট থেকে। সম্প্রতি টিসিএস, ইনফোসিস ও ইউপ্রোর প্রথম ত্রৈমাসিক (এপ্রিল- জুন) কর্পোরেট রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ৩টি সংস্থার লভ্যাংশের পরিমাণ ১৭ হাজার ৪৪৬ কোটি টাকা। এরপরই এক লক্ষ ৫ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাগুলি।

সবচেয়ে বড় সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস, তথা টিসিএসের জুন ত্রৈমাসিকে লাভের অঙ্ক ৯ হাজার কোটি টাকা। একই দিনে ইউপ্রোর প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে লভ্যাংশের পরিমাণ ৩ হাজার ২৪৩ কোটি টাকা। গত বছর এই ত্রৈমাসিকে লভ্যাংশের পরিমাণ ছিল ২ হাজার ৩৯০ কোটি টাকা। তবে গত ১০ বছরে ইনফোসিসের লাভ প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে বেশি৷ যার পরিমাণ ৫ হাজার ১৯৫ কোটি টাকা। ইনফোসিসের এমডি সলিল পারেখ বলেন, গত এক দশকে বর্তমান ত্রৈমাসিকেই সবচেয়ে বেশি লাভ হয়েছে। ত্রৈমাসিক প্রকাশ করে ইউপ্রো জানিয়েছে, জুন ত্রৈমাসিকে সংস্থার আয় ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ২৫৩ কোটি টাকা হয়েছে। এক বছর আগেই যে পরিমাণটা ছিল ১৪ হাজার ৯১৩ কোটি টাকা। আইটি সার্ভিস থেকে আয়ের পরিমাণ ১৮ হাজার ৪৮ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রায় ৬০০০ প্রফেশনাল আইটি কর্মীকে চাকরি দেওয়া হবে বলে সংস্থার তরফে বলা হয়েছে। এছাড়া চলতি অর্থবর্ষে মোট ৩০ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়া হবে।

করোনা নমাক অতিমারিতে ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইনে পড়াশোনা হওয়ায় আইটি সংস্থাগুলির ব্যবসা দ্রুত গতিতে বেড়েছে৷ ফলে তারা বড় সড় ব্যবসায়িক চুক্তিও স্বাক্ষর করতে সক্ষম হয়েছে৷ তথ্য বলচে, জুন ত্রৈমাসিকে ইনফোসিস ১৯ হাজার ৩৮১ কোটি টাকা ও টিসিএস ৬০ হাজার ৩৮১ কোটি টাকা এবং ইউপ্রো ৫ হাজার ৩২৫ কোটি টাকার ৮টি নতুন চুক্তি চুক্তি স্বাক্ষর করেছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eight =