নয়াদিল্লি: স্নাতক উত্তীর্ণদের জন্য সুখবর দিল আইটি সংস্থা ইনফোসিস। ৩৫ হাজার শূন্যপদে নিয়োগের ভাবনা সংস্থার। সংস্থার চিফ অপারেটিং অফিসার প্রবীণ রাও জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩৫,০০০ স্নাতক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। গত মার্চ কোয়ার্টারে সংস্থার কর্মী সংখ্যা ২.৫৯ লক্ষ থাকলেও, জুন কোয়ার্টারে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৬৭ লক্ষ।
সংস্থার সিইওর মতে, যত দিন যাচ্ছে ডিজিটাল প্রতিভার চাহিদা বাড়ছে, শিল্পও চলছে নিজের গতিতে রয়েছে। ফলে সবদিক সামাল দিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হত৷ ২০২১-২০২২ আর্থিক বছরে স্নাতক উত্তীর্ণদের কাজের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ফলে নতুন করে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে৷’ সংস্থার সিইও আরও বলেন, ‘কর্মক্ষেত্রে আরও উন্নতি করা ব্যাপারে আমাদের কর্মচারীদের শেখানো হয়েছে৷ এই সংক্রান্ত নানা উদ্যোগ আমরা নিয়েছি।’ বেঙ্গালুরুর ইনফোসিসের রিপোর্ট অনুযায়ী, তিন মাসে লাভের অঙ্ক ২২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছ৷ এটি আগের তুলনায় নেট লাভে ৫.১৯৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। অপারেশন বিভাগেই তিন মাসে হয়েছে ১৭.৯ শতাংশ লাভ হয়েছে৷ এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।
২০২২ সালের মধ্যে ২২ শতাংশ থেকে ২৪ শতাংশ আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে ইনফোসিসের৷ সিইও এবং এমডি দু’জনেই বক্তব্য, ‘ আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্ট করতে পেরেছি৷ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাসযোগ্যতা বেড়েছে, আমরা এক দশকে দ্রুত গতিতে নিজেদের নীচ থেকে ওপরের সারিতে নিয়ে আসতে পেরেছি৷ আমরা কর্মীদের জন্য গর্বিত, যাঁদের ওয়ান ইনফোসিস অ্যাখ্যা দেওয়া হয়। যাঁরা গ্রাহকদের সঠিক প্রতিশ্রুতি দিতে সক্ষম, যাঁদের রেভিনিউ বৃদ্ধির ক্ষেত্রে ১৪% -১৬% আত্মবিশ্বাস রয়েছে।’