কলকাতা: ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল ‘গ্রামীন ডাক সেবক’ পদে ২,৩৫৭ জন ছেলেমেয়ে নিচ্ছে ৷ গ্রামীন ডাক সেবকদের নিচের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে ৷ ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ওডাক সেবক ৷ প্রতিটি গ্রামে ডাক পরিশেবা পৌঁছে দেবার জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ ৷ এই পদের বেলায় স্থায়ী কোনো মুল মাইনে নেই৷
গ্রামীন ডাক সেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন এইভাবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের জন্য ১২,০০০ টাকা ৷(৪ঘন্টারজন্য) ১৪,৫০০ (৫ঘন্টার জন্য )৷ অ্যাসিষ্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার /ডাক সেবক পদের বেলায় ১০,০০০ টাকা (৪ঘন্টারজন্য) ,১২,০০০টাকা (৫ঘন্টার জন্য) অঙ্ক, ওইংরাজী বিষয়ে পাশ নম্বর পেয়ে এক সুযোগে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন ৷ উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি সুযোগ পাবেন না ৷ রাজ্য সরকার,কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয় বা পর্ষদের স্বীকৃত কম্পিউটারট্রেনিং ইনস্টিউট থেকে অন্তত ৬০ দিনের বেসিক কোর্স পাশ থাকতে হবে ৷ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে যাঁদের কম্পিউটার একটি বিষয় হিসাবে ছিলো তাঁদের ওই সার্টিফিকেট কোর্স পাশ না হলেও হবে ৷বয়স হতে হবে ২০-৭-২০২১হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৷ তপসিলিরা ৫ বছর ,ও.বি.সি রা ৩ বছর ,প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবেন৷
যে পোস্ট অফিসে কাজ করতে চান সেই এলাকার বাসিন্দা হতে হবে ,কিংবা চাকরী পাওয়ার ১ মাসের মধ্যে সেই এলাকার ডিক্লারেশন দিতে হবে ৷ স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে ৷ যাঁরা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তাঁরাও যোগ্য ৷ শূন্যপদ-২,৩৫৭ টি(জেনা: ১০০১,ই.ডব্ল.এস,১৯২,ও.বি.সি.৪৯৬, পি.ডব্লডি.এ ৭, পি.ডব্ল.ডি.-বি২৫, পি.ডব্ল.ডি.-সি২৩, পি.ডব্ল.ডি-ই ৬, ত:জা: ৪৮৭. ত: উ:জা: ১২০ ) ৷ কোন ডিভিসনের অধীন কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা সংশ্লিষ্ট ডিভিশন অফিসে পাবেন৷
প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিওিতে ৷এইজন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে ৷ মেধা তালিকা য় নাম থাকলে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে ৷ এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে ৷ বি-নং- Rectt/-100/GDS/CYCLE-III/Vol-I দরখাস্ত করবেন অনলাইনে ১৯ আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে :www.indiapost.gov.in.http://appost.in/gdsonine অনলাইনে ৷